× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবুতর চাপা দেওয়ায় চালক গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৩ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩ ১২:৪৬ পিএম

জাপানের আইনে বন্য কবুতর হত্যা করা অপরাধ। ছবি : সংগৃহীত

জাপানের আইনে বন্য কবুতর হত্যা করা অপরাধ। ছবি : সংগৃহীত

জালালি কবুতর নামের এক জাতের কবুতর আমাদের কাছেও সুপরিচিত। এ জাতের একটি কবুতরকে গাড়ি চাপা দেওয়ার অভিযোগে জাপানের রাজধানী টোকিওতে এক ট্যাক্সি ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে। 

জানা গেছে, নভেম্বরে টোকিও শহরে এক ট্যাক্সি ড্রাইবার ট্র্যাফিক সিগন্যাল তুলে নেওয়ার পর জোরে গাড়ি টান দেন। তার গাড়ি এক ঝাঁক কবুতরের ওপর দিয়ে যায়। এতে একটি কবুতর গুরুতর আহত হয়। পরে কবুতরটি মারা যায়। 

এক পথচারী আচমকা জোরে গাড়ি যাওয়ার শব্দে ভয় পেয়েছিলেন। তিনি কবুতরের ঝাঁকের ওপর দিয়ে গাড়ি তুলে দেওয়ার বিষয়টি দেখেন। পরে ওই ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেন। 

অভিযোগের ভিত্তিতে পুলিশ ৫০ বছর বয়সি আতসুশি ওজাওয়াকে রবিবার (৩ ডিসেম্বর) গ্রেপ্তার করেছে। প্রাথমিক জবানবন্দিতে ওজাওয়া আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, রাস্তা তো গাড়ির জন্য। তাই আত্মরক্ষার দায়িত্ব ছিল ওই কবুতরের নিজের। 

জাপানি আইনে বন্য বা জালালি কবুতর হত্যা অপরাধ। তবে ফসলের ক্ষতি করলে বা উপদ্রব সৃষ্টি করলে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জালালি কবুতর হত্যা করা যায়। 

বাংলাদেশেও এ জাতের কবুতরের দেখা মেলে। সাধারণত মসজিদ, মাজার, মন্দির বা বড় কোনো দালানে তারা বাস করে। অর্থাৎ এরা পোষা বা ব্যক্তি মালিকানাধীন নয়। এরা নাগরিকদের সাধারণ সম্পদ। 

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, টোকিও কবুতর হত্যায় একজনকে বিচারের মুখোমুখি করেছে, এটা সুসংবাদ। কিন্তু বিশ্বের অন্যতম ধনী শহরটি নিজেদের কাকদের প্রতি চরম উদাসীনতা দেখিয়েছে। 

কাক রাস্তায় ময়লা ছিটাচ্ছে, নাগরিকদের এমন রকম অভিযোগের কারণে ২০০১ সালে টোকিওর গভর্নর শিন্তরো ইশিহারা পাখিটি নিধনের ঘোষণা দেন। এরপর শহরটির কাকের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যক কমেছে। এক সময় সেখানে প্রায় ৩৬ হাজার কাকা ছিল। বর্তমানে তা প্রায় দুই-তৃতীয়াংশ কমেছে। 

সূত্র : গার্ডিয়ান


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা