× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেন্যু কার্ডের দামই ১ কোটি টাকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ১৬:৪৫ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩ ১০:৪৫ এএম

টাইটানিকের খাবারের মেন্যু কার্ড। ছবি- সংগৃহীত

টাইটানিকের খাবারের মেন্যু কার্ড। ছবি- সংগৃহীত

টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল ১৯১২ সালে। কিন্তু এত বছর পরও এই জাহাজ নিয়ে মানুষের ব্যাপক রহস্য রয়েছে। জাহাজটির একটি খাবারের মেন্যু কার্ড সম্প্রতি বিক্রি হলো ১ লাখ ২ হাজার ডলার বা প্রায় ১ কোটি টাকায়। শনিবার (১১ নভেম্বর) যুক্তরাষ্ট্রে এক নিলামে সাদা রঙের এই কাগজ ওরফে মেন্যু কার্ডটি এত দামে বিক্রি হয়েছে। 

জানা গেছে, টাইটানিক জাহাজের প্রথম শ্রেণির যাত্রীদের জন্য এই খাবারের মেনু ছিল। এটি ১৯১২ সালের ১১ এপ্রিলের খাবারের তালিকা। তবে কিছু জায়গায় ছেড়া। 

এই মেনু কার্ডই শনিবার নিলামে তোলে ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান হেনরি আলব্রিজ অ্যান্ড সন লিমিটেড। সেই কাগজে এখনো ঢেউয়ের ছাপ। এটি উত্তর আটলান্টিকে ভেসেছিল অনেক দিন।   

খাবারের তালিকায় ছিল উন্নতমানের ঝিনুক, গরুর মাংসের বিশেষ আটটেম ও বিশেষ ক্রিম। ছিল বেশ দামী পানীয়ও।     

তবে ওই জাহাজের আরও অনেক জিনিস শনিবার নিলামে তোলা হয়। এর মধ্যে রয়েছে একটি কম্বল। এটি ১ লাখ ১৭ হাজার ডলারে বিক্রি হয়। 

বিবিসি বলছে, ১৯১২ সালের ১৪ এপ্রিল এক রাতে ১২৫ মিটার (৪১০ ফুট) দীর্ঘ একটি আইসবার্গের সাথে যাত্রীবাহী জাহাজ আরএমএস টাইটানিকের ধাক্কা লাগে। আমেরিকার উদ্দেশে ইংল্যান্ডের সাদাম্পটন থেকে ছেড়ে জাহাজটির সেটি ছিল প্রথম সমুদ্র যাত্রা। সংঘর্ষের তিন ঘণ্টার মধ্যে জাহাজটি ডুবে যায়। ১ হাজার ৫০০ জনের বেশি যাত্রী ও জাহাজের ক্রু ঐ ঘটনায় প্রাণ হারায়।

সূত্র : মিন্ট নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা