× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিলামে বিরল হীরা ‘ব্লু রয়্যাল’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ০৯:৩১ এএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩ ২১:৪১ পিএম

হীরা ‘ব্লু রয়্যাল’।

হীরা ‘ব্লু রয়্যাল’।

বিশ্বে বিরল হীরা ‘ব্লু রয়্যাল’ নিলামে উঠছে। হীরাখণ্ডটি দেখতে এত চমৎকার যে, দেখলেই চোখ জুড়িয়ে যায়। আগামী ৭ নভেম্বর সেটি বিক্রির জন্য সুইজারল্যান্ডের জেনেভা শহরে ডাকে তুলবে নিমালকারী প্রতিষ্ঠান ক্রিস্টিস। জানেন কি, এর দাম কত হবে পারে? শুনলে অবিশ্বাস্য মনে হবে। ধারণা করা হচ্ছে, ৫ কোটি ডলার বা ৫০০ কোটি টাকার বেশি দাম উঠতে পারে এটির।

হীরাটি পরিচিত ‘ব্লু রয়্যাল’ নামে। সেটি নিলামে তুলছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘ক্রিস্টিস’। প্রতিষ্ঠানটির কর্মকর্তা রাহুল কাদাকিয়া বলেন, ব্লু রয়্যালকে বিরল ও বিশেষ করে তুলেছে এটির আকৃতি। হীরাটি ১৭ দশমিক ৬ ক্যারেটের। এ ধরনের হীরার মধ্যে এটি সবচেয়ে বড়। হীরাটির রঙও প্রাকৃতিকভাবে খুবই সমৃদ্ধ। এটি একেবারে নিখুঁত।

ব্লু রয়্যালের আগে এ ধরনের আরেকটি হীরা নিলামে তুলেছিল ক্রিস্টিস। ১৪ দশমিক ৬ ক্যারেটের ওই হীরার নাম ‘ওপেনহেইমার ব্লু’। ২০১৬ সালে সেটি ৫ কোটি ৭০ লাখ ডলারের বেশি দামে বিক্রি হয়েছিল। রাহুল কাদাকিয়া বলেন, ‘আমরা আশা করছি, ব্লু র‍য়্যাল দামের দিক দিয়ে ওপেনহেইমারকে ছাড়িয়ে যাবে। আমরা এশিয়া থেকে শুরু করে যুক্তরাষ্ট্র ও ইউরোপÑ বিশ্বের বিভিন্ন প্রান্তে হীরাটি নিয়ে ঘুরেছি। হীরাটি নিয়ে সংগ্রাহকদের বেশ আগ্রহ দেখা গেছে।’

ক্রিস্টিস বর্তমানে একটি মুক্তার হার নিলামে তুলেছে। ৩ থেকে ৬ নভেম্বর পর্যন্ত সেটির নিলাম চলবে। ১৯৫৩ সালে রোমান হলিডে চলচ্চিত্রের শেষ দৃশ্যে ওই হার পরেছিলেন তারকা অভিনেত্রী অড্রি হেপবার্ন। এ নিয়ে রাহুল কাদাকিয়া বলেন, ‘আমরা হারটির দাম ধরেছি ২০ হাজার থেকে ৩০ হাজার ডলার। বলা চলে ন্যায্যমূল্যই ধরা হয়েছে। হারটি পরে সবাই অড্রি হেপবার্নের মতো হতে পারবেন।’

এ ছাড়া একটি হাতঘড়িও নিলামে তুলবে ক্রিস্টিস। ওই ঘড়ি ১৯৭৯ সালের অ্যাপোক্লিপ্স নাউ চলচ্চিত্রে পরেছিলেন অভিনেতা মার্লন ব্র্যান্ডো। অভিনয়ের সময় ঘড়িটি যেন হারিয়ে না যায়, সেজন্য সেটির পেছনে স্বাক্ষর করেছিলেন তিনি। ঘড়িটির দাম ১০ থেকে ২০ লাখ ফ্রাঁ (সুইজারল্যান্ডের মুদ্রা) উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা