× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শশী থারুরের চুলে গণিতের খেলা

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২ ১৬:২৪ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২২ ১৯:৪০ পিএম

কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর। ছবি: সংগৃহীত

কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর। ছবি: সংগৃহীত

ভারতরে কংগ্রেসের রাজনীতিবিদ শশী থারুর নানা কারণে আলোচিত-সমালোচিত। বিশেষত তার ইংরেজি শব্দে দখলের কারণে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি এমনই সব দীর্ঘ ও দুর্বোধ্য শব্দ ব্যবহার করে থাকেন, যার অর্থ খুঁজতে নেটিজেনদেরও অভিধানের আশ্রয় নিতে হয়। এবারে তার আরেক টুইট পোস্টে নজর কেড়েছেন সবার। তবে সে পোস্টের বিষয়বস্তু তার নিজের নয়। বরং বাংলাদেশি এক গণিত শিক্ষকের বলে জানিয়েছে এনডিটিভি

ওই শিক্ষকের নাম জলজ চতুর্বেদী। যিনি শশী থারুরের হেয়ার লাইনকে মিলিয়েছেন গাণিতিক এক ব্যাখ্যায়। তিনি থারুরের একটি ছবিতে তার চুলের রেখাকে কোয়ার্টিক সমীকরণ বা চতুর্ঘাতী সমীকরণের সঙ্গে তুলনা করেছেন।

কংগ্রেস এমপি তার টুইট বার্তায় একটি ছবি প্রকাশ করেন। তাতে লেখেন, বাংলাদেশের গণিত শিক্ষক জলজ চতুর্বেদীর কাছ থেকে একটি চিঠি পেয়েছি। তাতে ওই শিক্ষক লেখেন, ‘আমি বিশ্বাস করি সংখ্যার ধারণার বাইরে গিয়ে গণিত চর্চা করা উচিত। দ্বাদশ শ্রেণীর একটি গাণিতিক বিষয় বিশ্লেষণ করতে গিয়ে আমরা দেখতে পাই, আপনার চুলের রেখা কোয়ার্টিক সমীকরণের সঙ্গে অনেক বেশি মিল।’ 

শশী থারুরের দেওয়া টুইট পোস্ট

প্রায় ৭ হাজার মানুষ পোস্টটি পছন্দ করেছেন এবং ৩৯৩ বার তা রিটুইট করা হয়েছে। আর পোস্টটিতে মন্তব্য পড়েছে কয়েক হাজার।  একজন মন্তব্য করেন, ‘স্যার আমি অনেক কষ্টে আপনার ইংরেজি বুঝার চেষ্টা করছি, দয়া করে এখন গণিতকে জটিল করতে যাবেন না।’ আরেকজন লেখেন, ‘এটি খুব দারুণ হয়েছে।’

প্রবা/এনএস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা