প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০১ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১২ পিএম
কয়েক বছর ধরে সেপ্টেম্বরের তৃতীয় রবিবার যুক্তরাষ্ট্রে স্ত্রীর প্রশংসা দিবস উদযাপিত হচ্ছে। প্রতীকী ছবি
মানুষ যেহেতু অনেক রকমের তাই স্বামী-স্ত্রীও হরেক রকমের হয়। কেউ চাপা, কেউ চটুল, কেউ মাঝামাঝি। কিন্তু বিশেষ দিনে গুরু-গম্ভীর স্বামী-স্ত্রীদেরও চিরায়ত খোলস থেকে বের হয়ে আসতে হয়। আজ রবিবার সে রকম একটা দিন। আজ স্ত্রীর প্রশংসা করার দিন। তাই কোনো ধরনের জড়তা না রেখে, কার্পণ্য না করে আজ মনে খুলে স্ত্রীর প্রশংসা করুন।
কয়েক বছর ধরে সেপ্টেম্বরের তৃতীয় রবিবার যুক্তরাষ্ট্রে স্ত্রীর প্রশংসা দিবস উদযাপিত হচ্ছে। ২০০৬ সালে দেশটিতে প্রথম দিবসটি উদযাপিত হয়। তারপর থেকে এটি অনেক দেশে পালিত হচ্ছে।
সব কিছুর দিবস দেখতে দেখতে মানুষের মধ্যে এক ধরনের ক্লান্তি চলে আসার কথা। কিন্তু কথা হলো, বিশেষ দিবসগুলো মানুষকে সুনির্দিষ্ট বিষয়ে সচেতন করে দেয়। তাই যারা স্ত্রৈণ, যারা স্বতঃস্ফূর্তভাবে স্ত্রীর প্রশংসা করে থাকেন তারাও আজকের দিনে আলাদা করে স্ত্রীকে শুভেচ্ছা জানাতে পারেন। তার গুণ নিয়ে কথা বলতে পারেন। তাকে উৎসাহ দিতে পারেন।
যাদের দাম্পত্য জীবনে কয়েক দশক হয়ে গেছে তারা আজ স্ত্রীর সঙ্গে বিশেষভাবে সময় কাটাতে পারেন। আশপাশের কোথাও ঘুরতে যেতে পারেন। রেস্টুরেন্টে খেতে যেতে পারেন। বাসায় ফেরার পথে স্ত্রীর জন্য ফুল কিনতে পারেন। অথবা সাধ্যের মধ্যে কোনো উপহার নিয়ে যেতে পারেন। নতুন দম্পতিরাও একই কাজ করতে পারেন।