প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১৫ পিএম
রিয়েলটর তান্না বার্কার। ছবি : সংগৃহীত
ভোরে তাড়াহুড়ো করে হাঁটতে বের হয়েছিলেন। সঙ্গে স্বামীর তারবিহীন হেডফোন এয়ারপডের সঙ্গে নিজের ভিটামিন ট্যাবলটও নিয়েছিলেন। রাস্তায় বের হয়ে ফোনে কথা বলতে বলতে ভুল করে ভিটামিনের পরিবর্তে মুখে দিয়ে দিলেন দুটি এয়ারপডের একটি!
রিয়েলটর তান্না বার্কার নামের এই নারী সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন, বিরাট গোলমাল পাকিয়ে ফেলেছেন! ভিটামিন ট্যাবলেট ভেবে স্বামীর অ্যাপলের এয়ারপডের একটি খেয়ে ফেলেছেন।
৫২ বছর বয়সি তান্না বাড়ি ফিরে যখন এই বিব্রতকর ঘটনাটি তাঁর স্বামীকে জানান, তিনি তা শুনে হাসিতে ফেটে পড়েন। তবে এমন হাস্যকর দুর্ঘটনার কথা কাউকে জানাতেও বারণ করেন। কিন্তু তাঁর বারণ শোনেননি তান্না। টিকটকে ভিডিও বার্তায় ভক্তদের সঙ্গে পুরো ঘটনাটি শেয়ার করেন তিনি।
যুক্তরাষ্ট্রের লেক সিটির বাসিন্দা তান্না নিজেই টিকটক অ্যাকাউন্টে শেয়ার করেছেন অদ্ভূতুড়ে ঘটনাটি। ভিডিও রীতিমতো ভাইরাল। ২০ লাখের বেশি মানুষ ওই ভিডিও দেখেছেন।
তান্না জানান, ঘটনার পর ভয় পেয়ে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। তাঁরা জানান, যেহেতু এটি শ্বাসনালিতে আটকে যায়নি তাই পরের দিন প্রাকৃতিকভাবে বেরিয়ে যাবে বলেই আশা করা যায়।
এক ডাক্তার তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি এয়ারপড জোড়ার দুটিই গিলে ফেলেছেন কিনা? কারণ সেগুলোর ভেতরে যেহেতু চুম্বক থাকে, তাই শরীরে সমস্যা হতে পারে।
খুশির খবর হলো, পরে এয়ারপডটি স্বাভাবিকভাবে মলদ্বার দিয়ে বের হয়ে গেছে। তার কোনো সমস্যা হয়নি। সোমবার (১১ সেপ্টেম্বর) এটা নিয়ে আরেকটি টিকটক ভিডিও বানিয়েছেন তান্না। এয়ারপড খেলে ছিলেন শুক্রবার (৮ সেপ্টেম্বর)।
সূত্র : নিউইয়র্ক পোস্ট