× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্যাক্সির গ্রিলে বিড়ালের ৫০০ মাইল পাড়ি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ১৫:৩২ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৩ ১৫:৩৪ পিএম

হারিয়ে যাওয়া বিড়ালের সঙ্গে টম হাচিংস। ছবি : সংগৃহীত

হারিয়ে যাওয়া বিড়ালের সঙ্গে টম হাচিংস। ছবি : সংগৃহীত

সুনাম বলি আর দুর্নাম বলি বিড়াল যে কিছুটা চঞ্চল ও কৌতুহলী প্রাণী এ কথা আমরা সবাই জানি। একটু ফাঁকফোকর পেলেই বিড়াল ঢুকে পড়ে বিভিন্ন জায়গায়, আবার নিজে থেকে বেরিয়েও আসে অধিকাংশ সময়ে। এর ব্যতিক্রম যে ঘটে না, তা নয়। তেমনই এক ঘটনায় যুক্তরাজ্যে এক বিড়াল আটকা পড়েছিল ট্যাক্সির গ্রিলে। এভাবেই সে পাড়ি দিয়েছিল ৫০০ মাইলের বেশি পথ।

মঙ্গলবার (২২ আগস্ট) স্কাই নিউজের প্রতিবেদনে বিড়ালের বিচিত্র ভ্রমণের বিষয়টি সম্পর্কে জানা যায়।

৩২ বছর বয়সি ট্যাক্সি ড্রাইভারের নাম টম হাচিংস। তিনি ওয়েলসের রোন্ডা সাইনন টাফের টোনারিফেল এলাকায় বসবাস করেন। তিনি নিজেই প্রথম বিড়ালটিকে ট্যাক্সির গ্রিলে আটকে থাকতে দেখেন। এ ঘটনায় বেশ অবাকও হন তিনি।

হাচিংস বলেন, বিড়ালটিকে গাড়ির গ্রিলে আটকে থাকতে দেখে বিষ্মিত হয়ে আমি একটি লাফ মারি। পরে ১০ মিনিট ধরে বোঝার চেষ্টা করছিলাম বিড়ালটিকে কীভাবে গ্রিল থেকে বের করা যায় তা নিয়ে। আমি এখনও বুঝতে পারছি না যে সে কীভাবে সেখানে প্রবেশ করেছে।

তবে হাচিংস বিশ্বাস করেন যে বিড়ালটি ৫০০ মাইলের বেশি ভ্রমণ করেছে। তিনি মনে করেন এটা সত্যিই ভীতিজনক যে বিড়ালটি সেখানে কয়েক দিন ধরে আটকা অবস্থায় থাকতে পারে।

হাচিংস বলেন, আমি মনে করি না যে এই জিনিসগুলি প্রায়শই ঘটে। গ্রিলের ভিতর থেকে বিড়ালটিকে উদ্ধার করার চেষ্টা করার সময় বিড়ালটি বেশ চাপে পড়েছিল। সে আমার হাত ধরে নখর তুলেছিল।

অবশেষে মুক্তি পেয়ে বিড়ালটি বেশ খুশি ছিল।

হাচিংস ঘটনাস্থলে উপস্থিত ছিল না। তাই তার গাড়িতে এটি কীভাবে এসেছিল তা হাচিংস জানেনা। তিনি পশুচিকিত্সকদের সাথে কথা বলে জানতে পারে এই বিড়ালটি এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিল।

বিড়ালের মালিক তাদের বিড়াল বন্ধুর সঙ্গে পুনরায় মিলিত হতে পেরে খুব কৃতজ্ঞ ও খুশি ছিলেন।

সূত্র: স্কাই নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা