× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বের সবচেয়ে নিচু গাড়ি!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুলাই ২০২৩ ১১:১৭ এএম

আপডেট : ০৩ জুলাই ২০২৩ ১১:২৫ এএম

বিশ্বের সবচেয়ে নিচু গাড়ি। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে নিচু গাড়ি। ছবি : সংগৃহীত

গাড়িটি রাস্তা ধরে চলা শুরু করার সঙ্গে সঙ্গে দর্শকরা অভিভূত হয়ে হাততালি দিতে শুরু করেন।

এমন একটি ভিডিও ইন্টারনেটে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। ভিডিওতে প্রদর্শিত গাড়িটিকে ‘বিশ্বের সবচেয়ে নিচু গাড়ি’ বলে দাবি করা হয়েছে ৷ 

বিশ্বের সবচেয়ে নিচু এই গাড়িটির কোনো টায়ার দেখা যাচ্ছে না এবং প্রবেশের জন্য কোনো দরজাও নেই বলে মনে হচ্ছে৷

ভিডিওটি ম্যাসিমো নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে, যার ভিউ হয়েছে ৩ কোটি ৭০ লাখেরও বেশি। 

ভিডিওটিতে লাইক পড়েছে ১ লাখ ১৪ হাজার। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘বিশ্বের সবচেয়ে নিচু গাড়ি।’

ভিডিওতে গাড়িটির শুধু ওপরের অংশ, যেমন বনেট এবং জানালার শেডগুলো দেখা যাচ্ছে।

ভিডিওটির মূল উৎস হলো ক্যারামেগেদন নামক ইউটিউব চ্যানেল। 

এই ক্যারামেগেদন হলো ইতালির একটি গাড়ি নির্মাতা গ্রুপ। এই গ্রুপের বিশেষত্ব হলো, ক্ষতিগ্রস্ত বা সাধারণ গাড়িগুলোকে অনন্য এবং অসাধারণ সৃষ্টিতে রূপান্তরিত করা। 

ভাইরাল ভিডিওতে প্রদর্শিত বিশ্বের সবচেয়ে নিচু গাড়ি তাদের এমনই এক অসাধারণ সৃষ্টি।

ভাইরাল ভিডিওতে প্রদর্শিত গাড়িটির ভিতরে কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে। 

প্রথমত, গাড়ির মধ্যে একটি রোবট ইনস্টল করা হয়েছে। গাড়ির চলাচলের সময় স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য সেটি একটি শক্ত কাঠের বোর্ডে স্থাপন করা হয়েছে। রোবটটি গাড়ির ফাংশন নিয়ন্ত্রণে সহায়তা করে।

একটি মসৃণ এবং বাধামুক্ত পথ নিশ্চিত করতে গাড়ির মাথায় একটি গোপ্রো ক্যামেরা যুক্ত করা হয়েছে। এই ক্যামেরাটি সামনের রাস্তার একটি পরিষ্কার দৃশ্য ক্যাপচার করে, ড্রাইভারকে কোনো বাধা ছাড়াই চলাচল করতে সাহায্য করে।

ভিডিওতে প্রদর্শিত গাড়ির মডেলের অনন্য নকশা নিয়ে নানা মজাদার এবং হাস্যকর মন্তব্য করেছেন নেটিজেনরা। 

একজন বলেছেন, ‘আমি ভাবছি যখন এটি একটি স্পিড বাম্পের সম্মুখীন হবে, তখন কী হবে।’

অন্য একজন প্রশ্ন তুলে বলেছেন, ‘যাত্রী বহন করতে না পারলে এটিকে কি গাড়ি বলা যায়?’ 

একজন আবার মন্তব্য করেছেন, ‘যদি এটি একটি গাড়ি হিসেবে বিবেচিত হয়, তবে আমি অবশ্যই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।’ 

বিস্ময় প্রকাশ করে একজন আবার বলেছেন, ‘গাড়িটিকে খুব অবাস্তব দেখাচ্ছে।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা