× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পৃথিবীর সবচেয়ে জনবহুল আবাসন!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুন ২০২৩ ১২:৪৭ পিএম

আপডেট : ০২ জুন ২০২৩ ১৩:০১ পিএম

এই বাসভবনে এক সঙ্গে ৩০ হাজার মানুষ বসবাস করেন। ছবি : সংগৃহীত

এই বাসভবনে এক সঙ্গে ৩০ হাজার মানুষ বসবাস করেন। ছবি : সংগৃহীত

দূর থেকে দেখলে চোখে পড়ে শুধু জানালা আর বারান্দা। 

সুবিশাল ওই ইমারতের বারান্দাগুলোতে ঝোলে জামাকাপড়, ছোট গাছের টব ইত্যাদি। সেই ছবি ইতোমধ্যেই সমাজমাধ্যমে ঝড় তুলেছে।

দাবি করা হচ্ছে, এই বাসভবনে একসঙ্গে ৩০ হাজার মানুষ বসবাস করে। এটাও দাবি করা হয়েছে, এটিই বিশ্বের সবচেয়ে জনবহুল বাসভবন।

এই ইমারতের নাম ‘হ্যাংঝো রিজেন্ট ইন্টারন্যাশনাল।’ ইমারতটি রয়েছে চীনের হ্যাংঝো শহরে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোর এই দাবি সত্যি কি না তা খুঁজে বের করার জন্য পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই আবাসনের ছবি প্রকাশ করে দাবি করা হয়েছে, হ্যাংঝো রিজেন্ট ইন্টারন্যাশনাল হলো বিশ্বের বৃহত্তম আবাসিক ভবন, যেখানে ৩০ হাজার মানুষের বাস।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে হ্যাংঝোয় আবাসনের পরিবর্তে একটি বিলাসবহুল হোটেল তৈরির পরিকল্পনা হয়েছিল। 

তবে পরবর্তীকালে নির্মাতাদের সিদ্ধান্তে বদল আসে। হোটেলের পরিবর্তে একটি বাসভবনে পরিণত করা হয় পুরো ইমারতকে।

হোটেলের বদলে বাসভবন তৈরির পরিকল্পনার পর ওই ইমারতের অভ্যন্তরীণ নকশাও বদলে ফেলা হয়। ছোট ছোট অসংখ্য কক্ষ তৈরি হয় আবাসনের প্রতিটি তলায়।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এই বাসভবনে বাস করেন চীনের ‘হ্যাং পিয়াও’রা। চীনের তরুণ পেশাদার, সামাজিক যোগাযোগমাধ্যমের তারকা এবং প্রভাবশালীদের হ্যাং পিয়াও বলা হয়।

চীনের বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, এই আবাসনে ১০ হাজার থেকে ৩০ হাজার বাসিন্দা বসবাস করে।

হ্যাংঝো রিজেন্ট ইন্টারন্যাশনাল আবাসনটি হ্যাংঝোর কিয়ানজিয়াং শহরে।

আবাসনটি শহরের গুরুত্বপূর্ণ জায়গায় থাকলেও এবং বিলাসবহুল হলেও অতিরিক্ত লোক বসবাসের জন্য আবাসিকেরা গোপনীয়তার অভাববোধ করে।

এই আবাসনের আবাসিকদের মধ্যে প্রায়ই গোলমাল বাধে বিভিন্ন কারণে।

চীনের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, এই আবাসনে ১০ থেকে ২০ হাজার মানুষের বাস হলেও ওই সংখ্যা কোনোভাবেই ৩০ হাজার নয়।

তা ছাড়া এই আবাসনে যে সত্যিই ৩০ হাজার লোক বাস করে তার কোনো সুনির্দিষ্ট প্রমাণও নেই।

সূত্র : ম্যান্ডি নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা