× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ বছর বয়সেই ইউরোপের ১২ শৃঙ্গ জয়!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মে ২০২৩ ১৩:০৬ পিএম

বাবা ম্যাটের সঙ্গে অস্কার বুরো। ছবি : বিবিসি

বাবা ম্যাটের সঙ্গে অস্কার বুরো। ছবি : বিবিসি

বয়স মাত্র ৬ বছর। এই বয়সেই ইউরোপের ১২টি উচ্চ শৃঙ্গ জয় করেছে অস্কার বুরো।

এই ১২টি শৃঙ্গের উচ্চতা যোগ করলে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টের সমান হয়। এই শৃঙ্গজয়ের মাধ্যমেই সংগ্রহ করছে অনুদান, যা সে দেবে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে।

অস্কার ল্যাঙ্কাস্টারের বাসিন্দা। ইংল্যান্ড এবং ওয়েলসের উচ্চতম শৃঙ্গ স্কাফেল পাইক এবং স্নোডনও জয় করেছে সে।

ইতিমধ্যে ৩১ হাজার পাউন্ড অনুদান সংগ্রহ করেছে অস্কার। এই অনুদান ওই স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দিয়েছে সে, যাতে বাচ্চারা বেড়াতে যেতে পারে।

তবে অস্কারের এতে মন ভরেনি। তার লক্ষ্য সব থেকে কম বয়সে মাউন্ট এভারেস্ট জয় করা।

নিজের ইচ্ছার কথা সে জানিয়েছে বাবা ম্যাটকে। ম্যাট জানিয়েছেন, স্কুলে এডমন্ড হিলারির কথা পড়েছিল অস্কার। সেই হিলারিই অনুপ্রেরণা অস্কারের।

পর্বতারোহণে অস্কারের সঙ্গী বেশির ভাগ সময় বাবা ম্যাট। কখনো মা কিম এবং দাদু মার্কও সঙ্গ দেন তাকে। কিমের বস ৩৭। মার্কের বয়স ৬৭ বছর। সব অভিযান যদিও সহজ হয় না, সে কথা নিজেই জানিয়েছে অস্কার।

তার কাছে সব থেকে কঠিন মনে হয়েছে স্কটল্যান্ডের কেয়ার্ন গর্ম অভিযান।

অস্কারের মতে, পুরু বরফের কারণেই অভিযান ছিল কঠিন। তেই বলে থামতে চায় না খুদে।

কারণ সব থেকে বড় লক্ষ্যপূরণই বাকি। সব থেকে কম বয়সে এভারেস্ট জয়ের কৃতিত্ব নিজের পকেটে পুরতে চায় সে।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা