× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃত্রিম পায়ে এভারেস্ট জয়!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মে ২০২৩ ১১:৪১ এএম

আপডেট : ২২ মে ২০২৩ ১১:৪২ এএম

এভারেস্টের জয়ের পর নেপালের হরি বুধামাগর। ছবি : গার্ডিয়ান

এভারেস্টের জয়ের পর নেপালের হরি বুধামাগর। ছবি : গার্ডিয়ান

ইচ্ছা থাকলে উপায় হয়। আর সেই অদম্য ইচ্ছার জোরে দুটি পা হারিয়েও এভারেস্টের চূড়া ছুঁলেন নেপালের হরি বুধামাগর।

নেপাল প্রশাসন জানিয়েছে, শুক্রবার (১৯ মে) বিকেলের দিকে এভারেস্ট জয় করেন হরি। হাঁটু থেকে দুটি পা নেই হরির। 

এমন শারিরিক প্রতিবন্ধকতা নিয়ে পৃথিবীর সর্বোচ্চ শিখর ছোঁয়ার রেকর্ড পর্বতারোহণের ইতিহাসে প্রথম বলে মনে করছে নেপালের প্রশাসন।

৪৩ বছরের হরি ব্রিটিশ-গোর্খা বাহিনীর একজন সাবেক সেনা। ২০১০ সালে আফগানিস্তানে যুদ্ধে হাঁটু থেকে দুটি পা হারান তিনি। এর পর লাগানো হয় কৃত্রিম পা। 

বিশ্বের সর্বোচ্চ শিখর ছোঁয়া হরির বহু দিনের স্বপ্ন। যুদ্ধে দুটি পা হারিয়ে এক সময় ধাক্কা খেয়েছিল সেই স্বপ্ন। পরে কৃত্রিম পা নিয়েই তা সত্যি করার কথা ভেবেছেন হরি। 

কিন্তু বাধা হয়ে দাঁড়ায় পর্বতারোহণ সংক্রান্ত একটি আইন। ২০১৭ সালে চালু হওয়া ওই আইনে বলা হয়, অন্ধ, দুটি পা নেই-এমন কেউ বা একা কেউ পর্বতারোহণ করতে পারবেন না। এভারেস্টের ক্ষেত্রেও জারি হয় সেই নিয়ম। 

তার ফলে হরির সর্বোচ্চ শৃঙ্গ জয়ের স্বপ্ন এক রকম থমকে যায়। তবে শেষ পর্যন্ত হার মানেননি তিনি। আইনের সঙ্গে শুরু হয় তার নতুন লড়াই। 

আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পাল্টা আবেদন জানান হরি ও অন্যান্যরা। ২০১৮ সালে আইনটি বাতিল করে সুপ্রিম কোর্ট। 

তার পর থেকে কঠোর প্রস্তুতি নিয়েছেন সাবেক ওই সেনা হরি। মনের জোর আর কঠোর পরিশ্রমের জেরে কৃত্রিম পা নিয়েই আজ ইতিহাস গড়েছেন হরি।

সূত্র : দ্য গার্ডিয়ান

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা