× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীদের বন টোনোটিওয়াট

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩৩ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২ ১৬:০৪ পিএম

নারীদের বন টোনোটিওয়াট

নারীদের বন টোনোটিওয়াট

ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের ম্যানগ্রোভ বনাঞ্চলে কেবল নারীদেরই রাজত্ব। এই বনের নাম টোনোটিওয়াট। যার অর্থ  ‘ফিমেল ফরেস্ট’ বা নারীদের বন।

রাজধানী জয়পুরার ক্যামপাং এনগ্রোসের মাঝামাঝি প্রায় ৮ হেক্টর এলাকাজুড়ে এই বন বিস্তৃত। এনগ্রোস গ্রামের আদিবাসী নারীরা এখান থেকে নানা রকম ফল সংগ্রহ করেন। জলাভূমি থেকে সংগ্রহ করেন ঝিনুক । সেসব বিক্রি করেন স্থানীয় বাজারে।

এই বনে বিশেষ অনুমতি ছাড়া পুরুষের প্রবেশ নিষিদ্ধ। তারা কেবল কাঠ সংগ্রহের জন্যই এখানে ঢুকতে পারেন। তার আগে নিশ্চিত হতে হয় বনে কোনো নারী আছে কি না। কোনো নারী থাকাকালে পুরুষরা লুকিয়ে প্রবেশ করে ধরা পড়লে তাকে নিয়ে যাওয়া হয় আদিবাসী আদালতে। অপরাধ প্রমাণিত হলে শাস্তি হিসেবে গুনতে হয় জরিমানা।  এর পরিমাণও কম নয়, ১০ লাখ রুপাইয়া।  

জঙ্গলের ভেতরে ঢুকতে নারীদের জন্যও রয়েছে কড়া নিয়ম। সম্পূর্ণ নগ্ন হয়ে দল বেঁধে প্রবেশ করতে হয়। তার আগে শপথ নিতে হয়,বনের মধ্যে কোনো পরিস্থিতিতেই পরস্পরকে ছেড়ে যাবেন না। 

ঠিক কবে থেকে এই নিয়ম চলে আসছে, তার কোনো হিসেব নেই। স্থানীয়রা বলেন, নারীরা নগ্ন হয়ে জঙ্গলে প্রবেশ করেন বলেই হয়তো পুরুষদের সে সময় ঢুকতে মানা। আর বনে থাকা অবস্থায় এই নারীরা গলা ছেড়ে গান গান। এর কারণ আসলে পুরুষদের সতর্ক করা।  

আদিবাসী নারীদের কাছে এই বন কেবল উপার্জনের ক্ষেত্রই নয় বরং একে অন্যের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার আশ্রয়কেন্দ্র। তবে আদিবাসীদের প্রিয় এ জঙ্গল এখন বিপন্ন। শহরের আবর্জনা ক্রমে এসে জড়ো হচ্ছে ম্যানগ্রোভের চারপাশে।

প্রবা/এইচকে/জেআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা