× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিবারের সাত সদস্য এক মোটরসাইকেলে সওয়ার!

প্রবা ডেস্ক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২২ ১৮:০৬ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২ ১০:৫৬ এএম

এক মোটরসাইকেলে সওয়ার হয়েছেন পরিবারের সাত সদস্য। ছবি : সংগৃহীত

এক মোটরসাইকেলে সওয়ার হয়েছেন পরিবারের সাত সদস্য। ছবি : সংগৃহীত

বিশ্ব বড়ই রঙ্গমঞ্চ। প্রতিদিন সেখানে ঘটে নানা ঘটন-অঘটন। বিচিত্র সব কাণ্ড মাঝেমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সম্প্রতি ভারতে ঘটা এমন একটি ঘটনা সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মোটরসাইকেলে সওয়ার হয়েছেন মোট সাতজন তথা গোটা পরিবার। সেই পরিবারের কর্তা মোটরসাইকেল চালাচ্ছেন। তার সামনে দুটি শিশু ও পেছনে দুই নারী ও দুটি শিশু। 

সুপ্রিয় সাহু নামে একজন সচিব এমন দৃশ্যের একটি ভিডিও টুইটারে প্রকাশ করেছেন। এটি প্রকাশের পর মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, প্রথমে একটি শিশুকে নিয়ে মোটরসাইকেলে উঠেছেন এক ব্যক্তি। পরে আরেকটি বাচ্চাকে সামনে ওঠানো হয়। এরপর এক নারী একটি শিশুকে নিয়ে কোলে বসিয়ে ওই বাহনে সওয়ার হয়েছেন। পরে একইভাবে আরেক নারী আরেকটি শিশু নিয়ে ওই দ্বিচক্রযানে ওঠে পড়েন।

এ সময় গাড়িচালক বা আরোহীর কারও মাথায় হেলমেট দেখা যায়নি। ‘বাকরুদ্ধ’ শিরোনাম দিয়ে ভিডিওটি প্রকাশ করেন ওই কর্মকর্তা।

এক মোটরসাইকেলে প্রায় তিনজন যাত্রী দেখা যায়। তবে যাত্রীদের সুরক্ষার দিক বিবেচনা করে বেশিরভাগ দেশে দুই চাকার যানে দুইয়ের অধিক যাত্রী বহন নিষিদ্ধ। সেখানে এক মোটরসাইকেলে সাতজন উঠেছেন।

টুইটারে ওই ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে দেড় মিলিয়ন ভিউ হয়। বিচিত্র মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। অনেকে ট্রাফিক নিয়ম ভঙ্গের ঝুঁকি সম্পর্কে মন্তব্য করেছেন। কেউ কেউ উপযুক্ত পরিবহন সুবিধা না থাকার জন্য সমালোচনা করেছেন।

একজন লিখেছেন, ‘দুই চাকার গাড়িতে সাতজন। যদি গাড়িটি পিছলে যায়, তাহলে বাচ্চাদের কী ঘটবে? মোটরসাইকেলের মালিককে অবশ্য গ্রেপ্তার করা এবং তার লাইসেন্স বাতিল করা উচিত।’

কেউ কেউ বলেছেন, ওই স্ক্রিনে আরেকটি মোটরসাইকেলকেও নিয়ম ভাঙতে দেখা যায়। কেউ কেউ জ্বালানির মূল্যবৃদ্ধির সমালোচনা করেছেন। তারা বলেন, এটি নিম্ন ও মধ্যবিত্তদের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। এটি তার একটি প্রমাণ।

একজন লিখেছেন, ‘এটা মজার বিষয় নয়। এটাই তাদের সহ্য করতে হচ্ছে। ঈশ্বর তাদের নিরাপদ করুন এবং তাদের এমন সমৃদ্ধি দিন যেন তারা পরিবহনের ব্যয়ভার বহন করতে পারে।’

প্রবা/এইচকে/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা