× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্য রকম সংবেদন, নিখোঁজ বিড়ালের সন্ধানে বিশেষ তদন্ত কমিটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ২০:৫৬ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩ ২২:১১ পিএম

নিখোঁজ টিটোর সন্ধানে দমকল ও বিমান বাহিনীর সংশ্লিষ্ট সদস্য এবং একজন মনস্তাত্ত্বিককে নিয়ে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে বলিভিয়া সরকার। ছবি : সংগৃহীত

নিখোঁজ টিটোর সন্ধানে দমকল ও বিমান বাহিনীর সংশ্লিষ্ট সদস্য এবং একজন মনস্তাত্ত্বিককে নিয়ে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে বলিভিয়া সরকার। ছবি : সংগৃহীত

ঘটনাটা গত মাসের। এক যাত্রী নিজের পোষা বিড়াল নিয়ে বলিভিয়ার তেরিজা থেকে সান্তা ক্রুজ শহরের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে তার টিটো নামের ওই পুরুষ বিড়ালটি নিখোঁজ হয়। 

নিখোঁজ বিড়ালটির সন্ধান পেতে ইতোমধ্যে দমকল ও বিমান বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই তদন্ত দলে সম্প্রতি একজন মনস্তাত্ত্বিককেও যুক্ত করা হয়েছে। কিন্তু এখনও টিটোর সন্ধান পাওয়া যায়নি। 

টিটোর মালিক আন্দ্রেয়া ইতুরে ৮ ডিসেম্বর এক টুইটে লেখেন, ‘ধূসর ও সাদা রঙের আমার টিটো বলিভিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইট থেকে নিখোঁজ হয়। তার সন্ধানে কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। কিন্তু তা যথেষ্ট নয়। তাদের আরও উদ্যোগী হতে হবে। যেকোনো মূল্যে আমি আমার টিটোকে ফেরত চাই।’

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, টিটোর মালিক আন্দ্রেয়া ইতুরের পোস্ট দ্রুত ভাইরাল হয়। বলিভিয়া তো বটেই, এই ঘটনা পুরো দক্ষিণ আমেরিকায় তোলপাড় তৈরি করেছে। 

বলিভিয়ার ভোক্তা অধিকারমন্ত্রী জর্গে সিলভা গত সপ্তাহে স্থানীয় এক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘নিখোঁজ টিটোর সন্ধান পেতে আমরা তদন্ত দলে একজন মনস্তাত্ত্বিককেও যুক্ত করেছি। টিটোকে খুঁজে পেতে তিনি যোগাযোগের নানা ধরনের কৌশল অবলম্বন করছেন। আশা করি টিটো কোথায় আছে, কেমন আছে এসব বিষয়ে তিনি আমাদের সুখবর দিতে পারবেন। টিটোকে খুঁজতে খুঁজতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি।’ 

গত ১২ ডিসেম্বর বলিভিয়ার জনকর্মমন্ত্রী এডগার মন্টানো টিটোকে সন্ধান পেতে বিশেষ তদন্ত কমিটিটি গঠনের ঘোষণা দেন। তখন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিড়াল সাধারণত টুনামাছ পছন্দ করে। তাই তদন্তে পর্যাপ্ত টুনামাছ ব্যবহার করা হচ্ছে। আমাদের ধারণা টিটো তেরিজা বিমানবন্দরে কোথাও লুকিয়ে আছে।’

নিখোঁজ টিটো বিষয়ে বলিভিয়ার উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ ও উড়োজাহাজ পরিবহন সংস্থা উদাসীনতা দেখাচ্ছে বলে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাদের অভিযোগ, টিটো সম্পর্কে উড়োজাহাজ কর্তৃপক্ষ জনগণকে যথাযথ তথ্য দিচ্ছে না। তাদের কর্মকাণ্ড আরও বেশি স্বচ্ছ হওয়ার দরকার। 

শুক্রবার (১৩ জানুয়ারি) এক টুইটে টিটোর মালিক আন্দ্রেয়া ইতুরে লেখেন, ‘না আমি এখনও ক্লান্ত হইনি। ক্লান্ত হবও না। টিটোর অনুসন্ধান অব্যাহত থাকবে।’

সূত্র : রয়টার্স। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা