× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিবেশ সুরক্ষায় মানুষের চুলের পুনর্ব্যবহার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩ ২১:০০ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩ ২১:৪২ পিএম

মানুষের চুলে দিয়ে তৈরি ম্যাট বা মাদুর হাতে ডাং ডাং এনজিওর সহপ্রতিষ্ঠাতা প্যাট্রিক জ্যানসেন। ছবি : সংগৃহীত

মানুষের চুলে দিয়ে তৈরি ম্যাট বা মাদুর হাতে ডাং ডাং এনজিওর সহপ্রতিষ্ঠাতা প্যাট্রিক জ্যানসেন। ছবি : সংগৃহীত

মানুষের চুলের নানান ব্যবহার রয়েছে। বাণিজ্যিক ব্যবহারের জন্য নারীদের চুল সংগ্রহের বিষয়টি আমাদের দেশেও নতুন কিছু নয়। কিন্তু পরিবেশের সুরক্ষায় মানুষের চুলের পুনর্ব্যবহার বিশ্বে নতুন। বেলজিয়ামের একটি এনজিও সম্প্রতি এ ধরনের একটি প্রকল্প শুরু করেছে। 

দেশটির ডাং ডাং নামের একটি চুল পুনর্ব্যবহার প্রকল্প স্থানীয় সেলুন থেকে কেটে ফেলে দেওয়া চুল সংগ্রহ করে। এরপর সেগুলো দিয়ে বিশেষ প্রক্রিয়ায় ছোট ছোট ম্যাট বা মাদুর তৈরি করে। এসব মাদুর দিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন ধরনের তেল ও অন্য হাইড্রোকার্বন চোষণ করে নেওয়া যায়। 

প্রকল্পটির সহপ্রতিষ্ঠাতা প্যাট্রিক জ্যানসেন বলেন, ‘এক কিলোগ্রাম চুল দিয়ে সাত থেকে আট লিটার তেল বা হাইড্রোকার্বন জাতীয় পদার্থ চুষে নেওয়া যায়।’

নিজেদের কাজের ধরন সম্পর্কে জ্যানসেন বলেন, ‘দূষিত তেল বা হাইড্রোকার্বন নালা থেকে নদীতে পড়ার আগে এসব মাদুর দিয়ে তেল জাতীয় পদার্থ নিষ্কাশন করে নেওয়া হয়।’

এতে নৈতিক কোনো সমস্যা নেই বলেও মনে করেন জ্যানসেন। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমাদের এ পণ্যটি স্থানীয় একটি সমস্যা সমাধানের জন্য স্থানীয়ভাবে তৈরি করা হয়। এসব চুল বিশ্বের অন্য কোনো দেশ থেকে আমদানি করা হয় না। সুতরাং এতে নৈতিক কোনো সমস্যা নেই।’ 

ডাং ডাংয়ের ওয়েবসাইটের তথ্যমতে, চুল দিয়ে যে মাদুর তৈরি করা হয়, এ রকম একটি দিয়ে মাদুরটির ওজনের চেয়ে এক কোটি গুণ বেশি তরল চোষণ করা যায়। চুলের কেরাটিন ফাইবারের কারণে এই মাদুর এতটা গুণসমৃদ্ধ। 

ডাং ডাংয়ে যেসব সেলুন সহায়তা করে তাদের একটি হেলিওড। হেলিওডের ম্যানেজার ইসাবেল ভউলকিডিস রয়টার্সকে বলেন, ‘বিষয়টি আমার কাছে বেশ চিত্তাকর্ষক মনে হয়েছে। তাই এখন চুল নষ্ট না করে আমরা সেগুলো সংগ্রহ করি এবং হেয়ার রিসাইকেল প্রজেক্টে দান করি।’

সূত্র : রয়টার্স। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা