× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবার হৃদয়স্পর্শী চিঠিতে অশ্রুসজল নয়ন

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২২ ১৪:৪৯ পিএম

রিক ক্লুকির হৃদয়স্পর্শী চিঠি এবং তিনি ও তার মেয়ে অ্যামি ক্লুকির মোটরসাইকেলে চড়া ছবি

রিক ক্লুকির হৃদয়স্পর্শী চিঠি এবং তিনি ও তার মেয়ে অ্যামি ক্লুকির মোটরসাইকেলে চড়া ছবি

বাবা-মা সন্তানের কাছে অমূল্য। এর বিকল্প হয় না। তাদের অভাবও কখনো পূরণ হয় না। যারা মা-বাবাকে হারিয়েছেন, তারাই কেবল বোঝেন অভিভাবকত্ব হারানোর মর্ম। এ সময়ে তাদের যেকোনো বিশেষ স্মৃতি-মুহূর্ত সন্তানকে আবেগাপ্লুত করে; যা প্রকাশ করা যায় না। 

এমনি এক ঘটনার পোস্ট আবেগতাড়িত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ব্যবহারকারীদের। বাবা মারা যাওয়ার ৯ বছর পর তার একটি হৃদয়স্পর্শী চিঠি পাওয়ার পর টুইটারে শেয়ার করেন এক নারী।

এনডিটিভির খবরে বলা হয়েছে, এই নারীর নাম অ্যামি ক্লুকি। তিনি যুক্তরাষ্ট্রের লুইসভিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি প্রয়াত বাবার মৌমাছি পালনের সরঞ্জাম যাচাই-বাছাই করার সময় তার চোখ আটকে যায় একটি চিঠিতে। ২০১২ সালের ২৭ জুলাইয়ের ওই চিঠিতে বাবা তার সন্তানদের মৌমাছি পালনে আগ্রহ জাগানোর চেষ্টা করেন।

চিঠিতে তার বাবা লিখেছেন, ‘আমি আশা করি আমাদের সন্তানদের কেউ একজন এই চিঠি পাবে যিনি মৌমাছি পালনের বিষয়ে আগ্রহী হবে। এটি প্রকৃতপক্ষে খুবই সুন্দর। এটির জন্য যা কিছু প্রয়োজন, তা অনলাইনে সহজে শিখতে পারবে।’

চিঠিতে বলা হয়েছে, ‘মৌমাছি শুধু মধুই নয়, এর চেয়ে আরও বেশি পণ্য তৈরি করে। শখ হিসেবে এটি হতে পারে বাড়তি আয়ের উৎস। ভয় পেয়েও না, সাহসী হও। শুভকামনা।’ চিঠির শেষে ‘প্রিয় বাবা’ লিখে সই করা হয়েছে।

ক্লুকি ওই চিঠি মঙ্গলবার টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘বাবার মৃত্যুর ৯ বছর পর মৌমাছি পালনের সরঞ্জামে পাওয়া তার চিঠি। তাকে হারিয়েছি আমরা।’

এই পোস্টে প্রায় সাড়ে সাত লাখ লাইক ও বহু মন্তব্য পড়েছে। এটি ৪১ হাজারের বেশিবার রিটুইট হয়েছে।

পরে ওই পোস্টের থ্রেডে ক্লুকি তার বাবার মোটরসাইকেলের পেছনে বসা একটি ছবি শেয়ার করেন। এর সঙ্গে পোস্টে লিখেছেন, ‘আমি কল্পনা করতে পারিনি যে এ পোস্ট এতো মনোযোগ আকর্ষণ করতে পারবে। তবে আমি মনে করি আমার বাবাও এটার প্রশংসা করতেন।’

ক্লুকির বাবার নাম রিক ক্লুকি। তিনি ২০১৩ সালে ৫৩ বছর বয়সে ফুসফুস ক্যান্সারে মারা যান। তার ছয় সন্তানের মধ্যে ক্লুকি সবার বড়। তার ছোট ভাই যিনি লাইয়ামে থাকেন, তিনি এই চিঠি পেয়েছেন। 

এখন তাদের বোন এমিলি একটি বাড়ি কিনে মৌমাছি পালনের পরিকল্পনা করছেন।

ওই পোস্টের মন্তব্যে একজন লিখেছেন, ‘আমার কান্না পাচ্ছে।’

/প্রবা/এইচকে/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা