× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৭ লাখ টাকায় মৃত কুকুর জীবিত!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ১৭:২৭ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৫ ১৭:২৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

২০২২ সালের নভেম্বরে জোকার নামে একটি কুকুর মারা গিয়েছিল। তখন সেটার বয়স ছিল ১১ বছর। প্রিয় পোষ্যকে হারিয়ে কাতর হয়ে পড়েছিলেন কুকুরের মালিক। প্রিয় পোষ্যের সঙ্গে সময় কাটাতে মানুষ অনেক কিছুই করতে পারেন। তাই বলে একেবারে পরলোক থেকে ‘ফিরিয়ে আনা’! এমনটাই করেছেন সাংহাইয়ের এক নারী। আর এর জন্য খরচ করেছেন প্রায় ২৭ লাখ টাকা। বিশ্বাস হচ্ছে না? অবিশ্বাস্য মনে হলেও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তেমন ঘটনাই ঘটিয়েছেন জু নামের এক নারী। সেই খবরে ইতোমধ্যেই হইচই পড়ে গেছে সমাজমাধ্যম জুড়ে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের নভেম্বরে মারা গিয়েছিল ওই নারীর পোষ্য কুকুর। জোকার নামে কুকুরটির সেই সময় বয়স ছিল ১১ বছর। প্রিয় পোষ্যকে হারিয়ে কাতর হয়ে পড়েছিলেন তিনি। তার পরেই তিনি সিদ্ধান্ত নেন, যে করেই হোক পোষ্যকে ফিরিয়ে আনবেন। কিন্তু কীভাবে? জোকারকে ফিরে পেতে ক্লোনিং প্রযুক্তির দ্বারস্থ হন ওই নারী। নতুন কুকুরের সঙ্গে তার আগের পোষ্যের এতটাই মিল ছিল যে তার মনে হয় যে তিনি জোকারকেই আবার জীবিত করে তুলেছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত পোষ্যের ক্লোন তৈরি করতে চিনের সাংহাইয়ের বাসিন্দা ওই নারীর খরচ হয়েছে ১ লাখ ৬০,০০০ হাজার ইউয়ান (বাংলাদেশি টাকায় ২৬ লাখ ৮৩ হাজার ২০০ টাকা)।

সংবাদমাধ্যম এসসিএমপিকে জু বলেন, ‘জোকার আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল। জোকারকে খুব ভালবেসে বড় করেছিলাম। অনেক অনুশোচনা হচ্ছিল ও মারা যাওয়ায়। আমার কোলে আবার ছোট্ট জোকার ফিরে এসেছে। দ্বিতীয় বারের জন্য তাকে ভালবাসা এবং যত্ন দিয়ে বড় করার সুযোগ পেয়েছি।’

জু নতুন পোষ্যের নাম ‘লিটল জোকার’ রেখেছেন।

উল্লেখ্য, চিনে প্রথম ক্লোন করা কুকুরের জন্ম হয় ২০১৭ সালে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা