× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩ ফুট চওড়া বাড়ির দাম সাড়ে ৩ কোটি টাকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১০ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাড়িটির নাম ‘দ্য ডলস হাউস’ বা পুতুলের বাড়ি। ছোট্ট একটি বাড়ি। তবে সেটি পুতুলের নয়, মানুষের বাড়ি। অদ্ভুত আকার ও দর্শনের এ বাড়ি যুক্তরাজ্যের কর্নওয়ালে অবস্থিত। বাড়িটি ২ লাখ ৩৫ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে বলে জানিয়েছে দ্য মেট্রো। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৩ কোটি টাকার বেশি।

বাড়িটি পোর্থলেভেনের ক্লেমন্ট টেরেসে অবস্থিত। এটি এক কক্ষবিশিষ্ট একটি বাড়ি, তবে ভবনটি দ্বিতল। সব মিলিয়ে আয়তন মোটে ৩৩৯ বর্গফুট। বাড়ির সবচেয়ে কম চওড়া অংশটি মাত্র ৩ ফুট এবং সবচেয়ে বেশি চওড়া অংশ ১০ ফুটের সামান্য বেশি। দুটি বাড়ির মাঝখানের ফাঁকা জায়গায় ছোট্ট বাড়িটি নির্মাণ করা হয়েছে।

এত ছোট্ট একটি বাড়ি কেন এত দামে বিক্রি হলো, সে প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খেতে পারে। এর জবাব হলো, আকারে এত ছোট হওয়া সত্ত্বেও পোর্থলেভেনের মনোরম একটি গ্রামে বাড়িটি অবস্থিত। তার ওপর সেটির অবস্থান গ্রামের সুন্দর একটি স্থানে।

বাড়িটি নান্দনিক স্থাপত্যশৈলীর একটি আদর্শ উদাহরণ। বাড়িটি ছোট, কিন্তু এমনভাবে সেটির নকশা করা হয়েছে যে, এখানে ছোট্ট জায়গায় বসবাসের আসল অভিজ্ঞতা নেওয়া যাবে।

মেট্রোর প্রতিবেদন অনুযায়ী, বাড়িটিতে একটি শোবার ঘর আছে। যেখানে শুধু দুজনে শোয়া যায়, এমন একটি খাট রাখা যাবে। এ ছাড়া আছে উজ্জ্বল রঙের একটি রান্নাঘর, শৌচাগার ও বসার ছোট্ট একটি জায়গা। সেখানে একটি টেলিভিশনও রাখা যাবে। যদিও সে ক্ষেত্রে আপনাকে টেলিভিশনের একেবারে কাছ ঘেঁষে বসতে হবে।

বাড়ি থেকে সমুদ্র দেখা যায়। রৌদ্রোজ্জ্বল দিনে বাইরে তাকিয়েই সমুদ্র দেখতে পাওয়ার মতো দারুণ দৃশ্য উপভোগ করা যায়। বাড়িটির একটি ইতিহাসও রয়েছে। বাড়িটি যে সড়কের ওপর, সেটির নাম লাইফবোট টেরেস। শহরের প্রথম লাইফবোট হাউস সেখানে ছিল বলে এ নাম। ১৮৬৩ সালে সেটি নির্মাণ করা হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা