প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩২ পিএম
ছবি : সংগৃহীত
দেখতে অনেকটা সাদা চকলেটের মতো। তবে চকলেট নয়, আসলে সেটা ছিল চকলেট আকৃতির আতশবাজি। তা ছাড়া চকলেটের মতো করে কাগজে মোড়ানো ছিল আতশবাজি। বাইরে থেকে কারও পক্ষে সহজে তা বোঝার উপায় ছিল না। চীনের সিচুয়ান প্রদেশে বসবাসকারী মেয়েটিও বুঝতে পারেনি। ফলে না বুঝে তড়িঘড়ি করে চকলেট মুখে দিয়ে চাপ দিতেই ঘটে বিপত্তি। মুখের মধ্যে অপ্রত্যাশিতভাবে বিস্ফোরণ ঘটে আতশবাজির।
সিচুয়ান প্রদেশে বসবাসকারী উ নামের তরুণী সামাজিক মাধ্যমে ভয়ংকর এই অভিজ্ঞতার কথা শেয়ার করেছে। চীনে ‘শুয়াং পাও’ নামে পরিচিত এক ধরনের আতশবাজির মোড়কের সঙ্গে দুধের তৈরি সাদা চকলেটের মোড়কের অনেকটা মিল রয়েছে। এই আতশবাজি পোড়াতে আবার আগুনের দরকার হয় না। বাইরে থেকে সামান্য চাপ পড়লেই তা ফেটে যায়। যে কারণে পায়ের চাপে বা উঁচু জায়গা থেকে মাটিতে পড়লে ‘শুয়াং পাও’ নামের আতশবাজিটি বিস্ফোরিত হয়।
এক সাক্ষাৎকারে উ বলেন, আতশবাজি তার ছোট ভাই বাড়িতে এনেছিল। সেই সময় সে টেলিভিশন দেখছিল। ঘরে ছিল হালকা আলো। কম আলোর কারণে ঠিকমতো বুঝতে পারেনি। বোঝার চেষ্টাও করেনি। বরং তড়িঘড়ি মোড়ক খুলে তা মুখে পুরে দিতেই বিস্ফোরণ ঘটে। মুখের অবস্থা খারাপ হলেও নাক ঠিক ছিল। ফলে এক পর্যায়ে বারুদের গন্ধ পান। বিস্ফোরণের কারণে তার মুখের ভেতরের অংশ অসাড় হয়ে গিয়েছিল। সে কারণেই দাঁত ব্রাশ ও খাবার খাওয়ার সময় কোনো কিছুই অনুভব করেনি সে।