× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোরগের বিরুদ্ধে অভিযোগ দিতে থানায় চিকিৎসক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২ ১৪:৩৬ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২ ১৬:৪২ পিএম

ফাইল ছবি : সংগৃহীত

ফাইল ছবি : সংগৃহীত

মোরগের ডাক মানুষকে খুব ভোরে ঘুম ভাঙাতে সাহায্য করে। কেউ কেউ মোরগের ডাকের অ্যালার্ম টোন সেট করে রাখেন, যাতে সকালে দ্রুত ঘুম থেকে উঠতে পারেন। অথচ এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে নিয়েছেন ভারতের এক চিকিৎসক। পুলিশ এরই মধ্যে ঘটনা তদন্তে নেমেছে।

ভারতের ইন্দোর শহরের এই চিকিৎসকের নাম অলোক মোদি। তিনি শহরের পলাসিয়া এলাকার গ্রেটার কৈলাস হাসপাতালের কাছে বাস করেন। মোরগের ডাকে বিরক্ত হয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

এনডিটিভির প্রতিবেদনে পলাসিয়া থানার ইনচার্জ সঞ্জয় সিং বেন্সের বরাতে বলছে, অলোক মোদির এক নারী প্রতিবেশী বেশ কয়েকটি মোরগ ও কুকুর পালেন।  প্রতিদিন ভোর ৫টায় মোরগগুলো ডাকতে শুরু করে। এতে তার ঘুমে ব্যাঘাত ঘটে। এ কারণে তিনি সমস্যার সম্মুখীন হচ্ছেন।

পুলিশ ওই নারীর সঙ্গে কথা বলার উদ্যোগ নিয়েছে।

ইনচার্জ সঞ্জয় বলেন, ‘আমরা প্রথমে উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করব। যদি এতে সমাধান না হয় তবে ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ধারা ১৩৩-এর অধীনে ব্যবস্থা নেওয়া হবে।'

তবে এই ধারায় কী ব্যবস্থা নেওয়া যাবে সে বিষয়ে ইনচার্জ সঞ্জয় সিং কিছু বলেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা