× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইঞ্জিনিয়ারের বদলে সন্ন্যাস নাম তার ‘আইআইটি বাবা’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ০১:১৮ এএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫ ১১:০০ এএম

(বাঁদিক থেকে) মহাকুম্ভে আইআইটি বাবা অভয় সিং এবং তাঁরই কয়েক বছর আগেরকার ছবি (ইটিভি ভারত)

(বাঁদিক থেকে) মহাকুম্ভে আইআইটি বাবা অভয় সিং এবং তাঁরই কয়েক বছর আগেরকার ছবি (ইটিভি ভারত)

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজ তথা গঙ্গা, যমুনা ও অন্তঃসলিলা সরস্বতী নদীর পবিত্র সঙ্গমস্থলে লাখ লাখ ভক্ত জড়ো হয়েছেন পুণ্যস্নান করতে। গত সোমবার থেকে এখানে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। এ বছর মহাকুম্ভে ৪৫ কোটিরও বেশি ভক্তের সমাগম হবে বলে মনে করা হচ্ছে।

পুণ্যতিথিতে স্নান করতে গত শনিবার থেকেই সাধু-সন্ন্যাসিনীরা ভিড় করতে শুরু করেছেন মহাকুম্ভ মেলায়। এদের মধ্যে অনেকেই নজর কেড়েছেন বিবিধ কারণে। বেশ কয়েকজন অদ্ভুতনামি বাবাও রয়েছেন তালিকায়। তাদেরই একজন ‘আইআইটি বাবা’। কারণ তিনি পড়াশোনা করেছেন ভারতের নামি শিক্ষাপ্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) থেকে। সেখান থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া শেষে বেছে নিয়েছেন আধ্যাত্মিকতার পথ। প্রাক্তন আইআইটিয়ান হওয়ার কারণেই তরুণ সন্ন্যাসীকে ‘আইআইটি বাবা’ নাম দিয়েছেন ভক্তরা।

কিন্তু সুনিশ্চিত ভবিষ্যৎ ছেড়ে আধ্যাত্মিকতার পথে কেন পা বাড়ালেন তিনিÑ এ প্রশ্নের জবাবে ভাইরাল এই ‘আইআইটি বাবা’ বলেনÑ এটাই তো শ্রেষ্ঠ পথ।

তিনি আরও জানান, সংসার-জীবনে তার নাম ছিল অভয় সিং। সাধক-জীবনে পরিচিত ‘মাসানি গোরখ’ নামে। হরিয়ানার বাসিন্দা অভয় পড়াশোনা করেছেন আইআইটি বম্বে থেকে। ‘অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং’-এ স্নাতক। পরে ডিজাইনিং নিয়ে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করেন। পদার্থবিজ্ঞান পড়াতেন ছাত্রছাত্রীদের। ছবি তোলাও পছন্দ ছিল। পরে দর্শনের শিক্ষার দিকে ঝোঁকেন। বোনের কথায় কানাডা গিয়েছিলেন মাঝে। কিন্তু শান্তি পাচ্ছিলেন না কিছুতেই। অবশেষে আধ্যাত্মিকতার পথে এগোনোর সিদ্ধান্ত নেন। মাসানি গোরখার কথায়, ‘জ্ঞানের পিছনে ছুটে কোথায় পৌঁছানো সম্ভব? এখানে, এই জায়গায়।’

সদাহাস্য ও শান্ত স্বভাবের ‘আইআইটি বাবা’ জানিয়েছেনÑ জীবনের অর্থ বোঝার জন্য উত্তর-আধুনিকতাবাদ, সক্রেটিস ও প্লেটোর দর্শন নিয়েও পড়াশোনা করেছেন তিনি। বেশ কয়েকবার ক্যারিয়ার বদলে ‘মৌলিক বিষয়গুলোতে’ মনোযোগ দিতে শুরু করেন।

তিনি বলেন, ‘আমি এখন বুঝতে পারি আমি এখন যা আহরণ করছি, সেটাই প্রকৃত জ্ঞান।’ আরও জানান, মানুষ তার সম্পর্কে কী ভাবছে তা নিয়ে তিনি বেশি ভাবেন না।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সাক্ষাৎকারের এই ভিডিও। জীবন, আধ্যাত্মিকতা, জ্ঞান, শূন্যতা, সত্যান্বেষণ নিয়ে আইআইটি বাবার বক্তব্যে মুগ্ধ অধিকাংশ নেটিজেন। উল্টো কথাও বলেছেন কেউ কেউ। আইআইটি থেকে পড়াশোনার পরেও এই পথে কেনÑ প্রশ্ন তুলেছেন তারা। যদিও এই প্রশ্ন আইআইটি বাবার বৃহত্তম আধ্যাত্মিক জীবনে অর্থহীন।

আইআইটি বাবার কাহিনীতে মুগ্ধ নেটিজেনরা। তার জীবনদর্শন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একজন লিখেছে, ‘এই সাধু খুব ভালো ও সত্যবাদী। কোনো কিছুর প্রতি তার কোনো লোভ নেই।’

তবে আইআইটি থেকে পড়াশোনা করার পরেও ভবিষ্যতের কথা না ভাবার জন্য ‘আইআইটি বাবা’র সমালোচনাও করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘কত পড়ুয়া আইআইটিতে পড়ার স্বপ্ন দেখেন। আশ্চর্যজনক ব্যাপার! আমার কাছে প্রকাশ করার মতো কোনো শব্দ নেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা