প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ১১:৫৩ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫ ১১:৫৬ এএম
ছবি সংগৃহিত
বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করতে মানুষ কত কাণ্ডই না করে। এক বগি থেকে অন্য বগিতে গিয়ে টিটির সঙ্গে লুকোচুরি খেলা থেকে শুরু করে জরিমানা এড়াতে ট্রেন স্টেশনে থামার আগেই লাফ দিয়ে নেমে পড়ার ঘটনা তো অহরহই ঘটে। এত দুর্ঘটনায় পড়ে প্রাণহানির ঘটনা ঘটার নজিরও আছে।
কিন্তু বিনা টিকিটে ভ্রমণ করতে ট্রেনের বগির নিচে ঝুলে এক বা দুই নয়, বরং ২৯০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার ঘটনা সত্যি বিরল।
চোখ কপালে তোলা এই ঘটনা ঘটেছে ভারতের মধ্য প্রদেশে। সেখানে সম্প্রতি রেলকর্মীরা জাবালপুর স্টেশনে আসা দানাপুর এক্সপ্রেসের নিচের অংশ পরীক্ষা করে দেখছিলেন। নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই সবকিছু ঠিকঠাক আছে কি না তা পরীক্ষা করছিলেন তারা। আর সেটা করতে গিয়েই তাদের চোখ ছানাবড়া হয়ে যায়।
রেলকর্মীরা দেখতে পান, দানাপুর এক্সপ্রেসের এস ফোর বগির নিচে দুইপাশের চাকার মাঝখানের জায়গায় বিপজ্জনকভাবে উল্টো হয়ে বগির তলা আঁকড়ে ধরে আছেন এক ব্যক্তি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ওই ব্যক্তি এভাবেই ইতারসি থেকে জাবালপুরে এসে পৌঁছেছেন। ওই ব্যক্তির ট্রেনের নিচে ঝুলে থাকার এবং সেই অবস্থা থেকে বের হয়ে আসার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি বলেন, তিনি বিনা টিকিটে ভ্রমণের জন্য এই ঝুঁকি নিয়েছেন। কারণ তার কাছে ট্রেনের টিকিট কেনার মতো অর্থ ছিল না।