প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১২:০২ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ১২:১৫ পিএম
আটকা পড়া নারীকে উদ্ধারে অভিযান। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের হান্টার উপত্যকায় ঘুরতে গিয়েছিলেন মাদিলদা ক্যাম্পবেল নামে এক নারী। সেখানে পাথুরে উঁচুনিচু উপত্যকার পথ দিয়ে এগোচ্ছিলেন। হাতে থাকা ফোন দিয়ে ছবিও তুলছিলেন। এমন সময় হাত পিছলে ফোন পড়ে যায়। সেই ফোনটি পড়ে এক খাদে। সামান্য খাদ থেকে ফোন উদ্ধার করতে গিয়েই বাধে বিপত্তি। পা পিছলে পড়ে যান ওই খাদের ভেতরে। দুটি বড় পাথরের মাঝামাঝি ফাঁকে আটকে ভীষণ মুষড়ে পড়েন তিনি। ভাগ্যিস সঙ্গে এক বন্ধু ছিলেন। প্রথমে তিনি নিজে চেষ্টা চালান। তারপর বুঝতে পারেন উদ্ধারকর্মীদের ডাক দিতে হবে।
এরপর ৭ ঘণ্টা সেখানে আটকে থাকতে হয় ওই নারীকে। উদ্ধারকারীরা নানাভাবে চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন। এজন্য একটি বড় পাথরও সরাতে হয়। এক উদ্ধারকারী বলেছেন, ঘটনাস্থলে যাওয়ার পর তাদের মাথায় প্রথম যে বিষয়টি এসেছিল সেটি হলো সেখানে এই নারী গেলেন কীভাবে, আটকালেন কীভাবে। আর তাকে উদ্ধার করা হবে কীভাবে। স্বাভাবিক। এত সরু ফাঁক গলে কীভাবে ওই নারী ভেতরে গেলেন সেটি নিয়ে সবাই বিস্মিত। তবে ভাগ্যিস, ওই ফোকরে বিষাক্ত কোনো প্রাণী ছিল না। নারীটিও শরীরে বড় কোনো আঘাত পাননি। উদ্ধারের পর তার গায়ে কয়েকটি আঁচড়ের দাগ পাওয়া যায় শুধু। তবে দুর্ভাগ্যের বিষয় হলো যে ফোনটি ওঠাতে গিয়ে নিজের জীবন বিপন্ন করে ফেলেছিলেন ওই নারী, সেই ফোনটিই উদ্ধার করা যায়নি। ফোনটি সেখানেরই কোনো ফাটল দিয়ে গায়েব হয়ে গেছে।
সূত্র : বিবিসি