প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ১৮:৪৮ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪ ১৯:৩৮ পিএম
ফ্রেঞ্চ ফ্রাই।
ফ্রেঞ্চ ফ্রাই খেতে চেয়েছিলেন স্ত্রী। কিন্তু স্বামী তাকে ফ্রেঞ্চ ফ্রাই খেতে দেননি। বিষয়টি স্ত্রীর মোটেও পছন্দ হয়নি। ফলে দেরি না করে স্বামীর বিরুদ্ধে নিষ্ঠুরতার মামলা ঠুকে দেন।
ভারতের কর্ণাটকে ঘটেছে এমন ঘটনা। তবে কর্ণাটক হাইকোর্ট সেই মামলা স্থগিত করে দিয়েছে। একই সঙ্গে জানিয়েছে ‘তুচ্ছ’ কারণে এই মামলা করা হয়েছিল। ফলে এই বিষয়ে কোনো তর্কও শুনতে চাননি আদালত।
সন্তান জম্ম দেওয়ার পর স্ত্রীকে ফ্রেঞ্চ ফ্রাই খেতে নিষেধ করেছিলেন স্বামী। কিছুতেই সেই ফ্রেঞ্চ ফ্রাই তাকে খেতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছিলেন স্ত্রী। স্বামীর পাশাপাশি শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধেও মামলা করেছিলেন স্ত্রী।
অভিযোগে তিনি বলেছিলেন, সন্তানের জন্ম হওয়ার পর তাকে শুধু যে ফ্রেঞ্চ ফ্রাই খেতে দেওয়া হয়নি তা নয়, মাংসও খেতে দেওয়া হয়নি।
শ্বশুর বাড়ির লোকজনের বিপক্ষে আগেই মামলা স্থগিত করেছিল আদালত। এবার স্বামীর বিরুদ্ধেও আনিত অভিযোগ বাতিল করা হয়।
মামলা শুনে বিচারপতি বলেন, অভিযুক্তের বিরুদ্ধে কোনো তদন্ত করার অনুমিত দিলেই আইনের অবমাননা হবে। এটি খুব তুচ্ছ ঘটনা।
স্ত্রীর মামলার কথা শুনে স্বামী বেচারাও পাল্টা যুক্তি সাজিয়েছিলেন। তিনি স্ত্রীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ আনতে চেয়েছিলেন।
তিনি বলেন, সন্তান জম্ম হওয়ার আগে ছয় বছর তারা আমেরিকায় ছিলেন। সেখানে স্ত্রী সারাক্ষণ মোবাইল নিয়ে থাকত এবং টিভি দেখত। ঘরের সব কাজ তাকে করতে হতো।