পেরিয়ে বন্ধুর পথ
অর্ণব মল্লিক, কাপ্তাই (রাঙামাটি)
প্রকাশ : ১৮ মে ২০২৪ ১০:৫৭ এএম
আপডেট : ১৮ মে ২০২৪ ১৩:২৫ পিএম
চলতি বছর এসএসসি পরীক্ষার সময় বাবার মৃত্যু ঘটে মেসিং মারমা। সেদিনও পরীক্ষা দেয় সে। নিজের লক্ষ্যে অবিচল মেসিং জিপিএ-৩.০৬ পেয়ে উত্তীর্ণ হয়েছে। প্রবা ফটো
রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে অংশ নেওয়া মেমেসিং মারমা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এসএসসি পরীক্ষা চলাকালীন গত ২৭ ফেব্রুয়ারি তার পিতা উপেচিং মারমার আকস্মিক মৃত্যু হয়। সেই দিন মেমেসিং তার পিতার মরদেহ ঘরে রেখে দুঃখ ভারাক্রান্ত মনে কান্না চোখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সেই ছবি এবং সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কাপ্তাইবাসীসহ সারা দেশের মানুষের হৃদয়ে ঘটনাটি মর্মাহত করেছিল।
গত রবিবার (১২ মে) এসএসসি পরীক্ষার ফলাফল
প্রকাশিত হলে দেখা যায়, মেমেসিং মারমা জিপিএ-৩.০৬ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে কাপ্তাই
উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে কাপ্তাইয়ের
ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তঞ্চঙ্গ্যা বলেন, মেমেসিং মারমা যে পরিস্থিতিতে
এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল আসলেই বিষয়টি ছিল অনেক কষ্টের। বিশেষ করে পিতার মরদেহ
ঘরে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ছিল অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। সে যে পরিস্থিতির
মধ্য দিয়ে পরীক্ষা দিয়েছে, এতে সে অনেক ভালো ফল করেছে। হয়তো এমন একটি দুর্ঘটনা না ঘটলে
সে আরও ভালো ফল করতে পারত।
এ বিষয়ে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা জানান, মেমেসিং মারমার এই ফলাফলে আমরাও অনেক আনন্দিত। সে ভবিষ্যতে তার লেখাপড়া চালিয়ে যাবে এবং আরও ভালো ফলাফল করবে বলে আমরা আশাবাদী। ইউনিয়ন পরিষদ থেকে যেকোনো সহযোগিতায় আমরা তার পাশে থাকব।