মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ মে ২০২৪ ১২:১৬ পিএম
আপডেট : ১৬ মে ২০২৪ ১২:১৭ পিএম
ক্রিকেটার অ্যালেক বেডসার ও এরিক বেডসার
ইংরেজ পেশাদার ক্রিকেটার অ্যালেক বেডসার ও এরিক বেডসার ছিলেন যমজ ভাই। দুজনকে দেখে বলা মুশকিল-কে অ্যালেক আর কে এরিক! স্কুলে পড়ার সময় একবার এরিক ৩২ রান করে আউট হলেন। তারপর ব্যাট হাতে অ্যালেক ক্রিজে এসে দাঁড়াতেই আম্পায়ার কড়া সুরে বললেন, ‘এ কী, তুমি দুবার ব্যাট করতে এসেছো কেন?’ অ্যালেক বললেন, ‘না স্যার, দুবার নয়। এই প্রথম ব্যাট করতে নামলাম।’ আম্পায়ার আরও চটে গিয়ে বললেন, ‘এই প্রথম! আমার সঙ্গে চালাকি! মাত্র তুমি আউট হয়ে প্যাভিলিয়নে যাওনি? আমি কি চোখে দেখতে পাইনে ভেবেছো।’ অ্যালেক তখন আম্পায়ারকে বুঝিয়ে বললেন, ‘মাত্র যে আউট হয়েছে সে আমার যমজ ভাই।’ তবু আম্পায়ারের বিশ্বাস হয় না। শেষে এরিক প্যাভিলিয়ন থেকে ফিরে এসে অ্যালেকের পাশে দাঁড়িয়ে প্রমাণ করলেনÑ একই ব্যাটসম্যান দুবার ব্যাট করতে আসেননি। আম্পায়ার দুজনকে খুব ভালো করে দেখে হতাশা মাখানো কণ্ঠে বললেন, ‘বুঝলাম, তোমরা এক লোক নও, কিন্তু তোমাদের মধ্যে কে যে আউট হয়েছো, তা চিনব কী করে?’
সূত্র : মজার খেলা ক্রিকেট, বিনয় মুখোপাধ্যায়