× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানোন্নয়নে রাজশাহীতে হচ্ছে পান গবেষণাগার

রাজশাহী অফিস

প্রকাশ : ০৪ মে ২০২৪ ১৪:০৩ পিএম

পানের জাত ও মান উন্নয়নে রাজশাহীতে পান গবেষণা কেন্দ্র নির্মাণ করতে চলেছে সরকার। প্রবা ফটো

পানের জাত ও মান উন্নয়নে রাজশাহীতে পান গবেষণা কেন্দ্র নির্মাণ করতে চলেছে সরকার। প্রবা ফটো

নিরাপদ পান উৎপাদন একটি গুরুত্বপূর্ণ বিষয়। পানে কোনো প্রকার কীটনাশক বা রাসায়নিক সারের ব্যবহার করা হলে ওই পান স্বাস্থের জন্য ক্ষতিকর। এসব বিষয়ে কৃষককে নিয়মিত পরামর্শ দিয়ে থাকে কৃষি অধিদপ্তর। কৃষকও এসব বিষয়ে এখন দারুণ সচেতন। এদিকে পানের জাত ও মান উন্নয়নে রাজশাহীতে পান গবেষণা কেন্দ্র নির্মাণ করতে চলেছে সরকার।

নিরাপদ পান উৎপাদনের গুরুত্ব তুলে ধরে রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোছা. উম্মে ছালমা বলেন, ‘পান মানুষ সরাসরি খায়। ভূ-উপরিস্থ পানিতে মানুষ ও পশুপাখির মলমূত্র থাকে। সে পানি পানের সেচে ব্যবহার নিরাপদ নয়। এ পানিতে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যা মানুষের জন্য ক্ষতিকর। তাই সেচে নিরাপদ পানি ব্যবহারের জন্য কৃষককে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে।’

উপপরিচালক আরও বলেন, ‘রাজশাহীর মোহনপুর উপজেলায় একটি জায়গা কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করে গেছে। জমি নির্ধারণ করা হয়েছে এ উপজেলায় একটি পান গবেষণাগার নির্মাণের জন্য। পানের বরজে নানা রোগবালাই দেখা দেয়। গবেষণাগার চালু হলে কৃষক উপকৃত হবে। রাজশাহীতে পানের আবাদ আরও বাড়বে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা