× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

৬১৩ দিন কোভিডে ভুগেছেন তিনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪ ১০:০৬ এএম

৬১৩ দিন কোভিডে ভুগেছেন তিনি

কোভিড-১৯ ভাইরাসে বিশ্ব বিপর্যস্ত ছিল একটা সময়। লাখো মানুষের প্রাণহানির পর বিজ্ঞানীরা এর টিকা আবিষ্কার করতে সক্ষম হন। এরপর লাগাম টানা যায় প্রাণঘাতী এ ভাইরাসের। সাধারণত দেখা যায়, কোভিডে সাত থেকে চৌদ্দ দিন ভুগে একজন মানুষ সুস্থ হয়ে ওঠেন।

কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটেছে নেদারল্যান্ডসে। দেশটির গবেষকরা এক আশ্চর্য রোগীর কথা প্রকাশ করেছেন সম্প্রতি। যিনি ৬১৩ দিন ধরে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত ছিলেন এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন। তার কেসটিকে সংক্রমণের দীর্ঘতম সময় হিসেবে আখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা।

নেদারল্যান্ডসের আমস্টারডাম ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের সেন্টার ফর এক্সপেরিমেন্টাল অ্যান্ড মলিকুলার মেডিসিনের গবেষকদের প্রতিবেদনে খবরটি প্রকাশিত হয়। নাম প্রকাশ না করা ৭২ বছর বয়সি এ মানুষটি প্রায় দুই বছর ভুগেছেন কোভিডে। ছিলেন আইসোলেশনে।

ডাচ্‌ গবেষকরা জানিয়েছেন, তার শরীরে ৫০ বারের বেশি ভাইরাসটি মিউটেশন হয়েছে। একে চিকিৎসাবিজ্ঞানের আশ্চর্যতম ঘটনা হিসেবে আখ্যা দিয়েছেন তারা। ২০ মাসের বেশি সময় ধরে ভুগেছেন তিনি। চিকিৎসকরাও তাদের সাধ্যমতো চেষ্টা করে গেছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি কোভিড-১৯ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে পেরে ওঠেননি।

কিন্তু এ কেস দীর্ঘমাত্রায় কোভিড-১৯ নিয়ে গবেষণায় কাজে দেবে বলে জানান গবেষকরা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা