সীমান্ত কুমার শীল
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪ ১২:০৬ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪ ১২:০৮ পিএম
অলংকরণ : জয়ন্ত সরকার
স্মৃতি-আনন্দ
সীমান্ত কুমার শীল
দেখতে দেখতে রমজান আসে
যায় যে আবার চলে
চাঁদ দেখার পরের দিন
ঈদ উৎসব চলে।
ঈদের দিনে সেমাই খেয়ে
নামাজ পড়তে চলি
বন্ধুর সঙ্গে কোলাকুলি আর
ঈদ মোবারক বলি।
ঈদের দিনে ঘুরতে গিয়ে
অনেক কিছু দেখি
বছরের এই একটা দিনই
স্মৃতি করে রাখি।
নবম শ্রেণি, অন্নদানগর বহুমুখী উচ্চ বিদ্যালয়, পীরগাছা, রংপুর
আনন্দ এলো
পিয়ান চক্রবর্ত্তী
ঈদ এলে আনন্দ
স্কুল থাকে বন্ধ।
দিদিয়ার সাথে
বন্ধুর বাড়িতে
নতুন পোশাক পরে
রিকশায় চড়ে
যাই বেড়াতে।
খুশি মনে যাই
পিঠাপুলি, সেমাই
কত কিছু খাই
মজা করি ভাই।
তৃতীয় শ্রেণি, শিবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় নবীগঞ্জ, হবিগঞ্জ