মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪ ১১:৫১ এএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪ ১২:০০ পিএম
ভলতেয়ার তখন জেনেভায় বসবাস করছেন। ইতালির পরিব্রাজক গিয়োভানা ক্যাসানোভা তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। দেখেন ভলতেয়ার সুইস পণ্ডিত হলারের একটি বই পড়ছেন। তিনি ক্যাসানোভার কাছে বইটি সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেন। ক্যাসানোভা তখন বলে ওঠেন, ‘আপনি হলারের প্রশংসা করছেন, ভালো কথা। কিন্তু তিনি তো প্রশংসার প্রতিদান দেওয়ার বদলে বলে বেড়ান, আপনার লেখার অর্ধেকই নাকি বস্তাপচা।’ ভলতেয়ার বললেন, ‘ও তাই! তাহলে হতে পারে আমরা উভয়েই রায় দিতে ভুল করেছি।’
সূত্র : বরেণ্যদের রম্য উপাখ্যান, আতাউর রহমান