মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪ ১১:৪৩ এএম
আপডেট : ৩১ মার্চ ২০২৪ ১২:২৩ পিএম
স্বামী বিবেকানন্দ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দেখেন, পথের ধারে দাঁড়িয়ে এক ব্যক্তি নাকের জল মুছছেন। স্বামীজি এগিয়ে এসে তাকে বললেন, ‘আরে করেন কী! নাকের জল নোংরা। অমন করে ফেলতে নেই, পকেটে দুটো রুমাল রাখবেন। নাক না ঝেড়ে বরং রুমাল দিয়ে মুছে পকেটে রাখবেন। থুতু-কফও যেখানে সেখানে ফেলতে নেই। অন্যের রোগ হতে পারে।’ পরামর্শ দিয়ে বিবেকানন্দ চলে গেলেন। কিন্তু লোকটি পড়ে গেলেন চিন্তায়। তবে কি নাকের জল মাখানো রুমাল পকেটে রাখতে হবে! কিন্তু স্বয়ং স্বামীজির কথা তিনি অমান্য করেন কী করে। তাই নাকের জল রুমাল দিয়ে মুছে পকেটে রাখবেন নাকি ফেলে দেবেনÑএ সিদ্ধান্ত নিতে কিছু সময় দাঁড়িয়ে রইলেন। দূর থেকে লোকটির এ দৃশ্য দেখে স্বামী বিবেকানন্দ মুচকি হেসে চলে গেলেন।
সূত্র : বঙ্গমনীষীদের রঙ্গ রসিকতা