× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুষলধারে জোছনা যখন নামে

রাশেদ রউফ

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪ ১২:১০ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৪ ১২:১০ পিএম

মুষলধারে জোছনা যখন নামে

মুষলধারে জোছনা যখন নামে

রাশেদ রউফ


রাত্রি এলেই ঘরে ফেরার পালা,

ঠিক মনে হয় রাত্রিকে খুব ভয়

কিন্তু আমি রাতকে করে সাথি

রাতেই করি উৎসাহ সঞ্চয়।


ঘুমোয় যখন মা-বাবা-ভাই-বোন

আমার তখন বাইরে যাবার তাড়া

খিড়কি পথে বেরিয়ে পড়ে ঠিক

নেই, থাকে না তখন শব্দ-সাড়া।


নীল পুকুরে হাসতে থাকে চাঁদ

তারার সাথে চলতে থাকে কথা

ভাসতে থাকে তখন চতুর্দিক

এই নিশীথের স্নিগ্ধ পবিত্রতা।


মুষলধারে জোছনা যখন নামে

গাছপালা সব ভিজে একাকার

আমিও ভিজি তাদের সাথি হয়ে

এই বুকে হয় আনন্দ সঞ্চার।


এই পৃথিবী রূপে টইটম্বুর

রূপ ঝলমল সবকিছু রঙিন,

সুখের সাথি, আমার প্রিয় রাত

রাতের কাছে আমার অনেক ঋণ।


ভূতপাড়া গাঁও

শাকিব হুসাইন


রূপপুর রাজ্যেতে আছে এক গাঁও

রাত হলে বয়ে চলে পালতোলা নাও।

নাও চলে না পানিতে চলে সারা গাঁয়ে

এই নাও দেখেছিল কামালের মায়ে।


কেউ ঘুমায় ভয়েতে কেউ ডাকে নাক

দূর থেকে ভেসে আসে অদ্ভুত ডাক।

মাঝরাতে কালো ঘোড়া করে টগবগ

কালো রাতে দেখা যায় সাদা ফকফক।


কান্নার শব্দটা থেকে থেকে আসে

চেঁচামেচি হাসাহাসি বাতাসেতে ভাসে।

নূপুরের আওয়াজ করে ঝনঝন

হিমেল বাতাস বয় মৃদু শনশন।


ঢোলের বাজনা আসে বহুদূর থেকে

আয় আয় বলে শুধু কেউ যায় ডেকে।


গাঁয়ে বুড়ো বটগাছে থাকে নানা ভূত

রাত হলে দলে দলে খেলে কুতকুত।

রোজ রাতে ভূত দেখে মুরব্বিরাও

নাম দিল পাড়াটার ভূতপাড়া গাঁও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা