× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারুণ্যের আঠারোতে মোহনা

ইমরান ইমন

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ১৫:০৭ পিএম

মুরারিচাঁদ (এমসি) কলেজ, সিলেটের মোহনা সাংস্কৃতিক সংগঠন

মুরারিচাঁদ (এমসি) কলেজ, সিলেটের মোহনা সাংস্কৃতিক সংগঠন

‘আমরা চেয়েছিলাম এমসি কলেজের প্রতিটি ডিপার্টমেন্টকে এক জায়গায় মিলিত করতে। যেখানে সব ছাত্রছাত্রী গানে সুর তুলবে প্রাণ খুলে। কবিতায় বলবে কথা। নাচ-অভিনয় জুড়ে দেখাবে উজ্জ্বল প্রতিভা। আর তাই নদী যেমন এ পথ-ও পথ ঘুরে মিলিত হয় মোহনায়, আমরাও তাই নাম দিই মোহনা।’

কথাগুলো বলছিলেন মুরারিচাঁদ (এমসি) কলেজ, সিলেটের সবচেয়ে পুরোনো মোহনা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি আসাদুজ্জামান পাটোয়ারী সুজন। তিনি আরও বলেন, ‘ মোহনা গঠন করতে গিয়ে আমরা বিভিন্ন বিভাগের পনেরো জন শিক্ষার্থী একত্র হই এবং প্রতিষ্ঠা করতে সক্ষম হই।’ প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের প্রাণবন্ত বিচরণের অনন্য প্ল্যাটফর্ম মোহনা। ২০০৭ সালে একঝাঁক তরুণ, স্বপ্নবাজ, সৃজনশীল ও মেধাবী শিক্ষার্থীর হাত ধরে যে যাত্রা হয় এমসি কলেজের আঙিনায়, তারপর একে একে কেটে গেছে সতেরোটি বসন্ত। আসছে পহেলা বৈশাখে মোহনা পা রাখতে চলেছে পথচলার দুর্বার আঠারোতম বছরে। সুস্থ ধারার বাঙালি সংস্কৃতি তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে মোহনার ব্যস্ততম কার্যক্রম চলছেই।

২০০৭ সালে এমসি কলেজ ক্যাম্পাসে পহেলা বৈশাখের বর্ষবরণ মঞ্চে যাত্রা করে মোহনা সাংস্কৃতিক সংগঠন। বর্তমানে এর দায়িত্ব পালন করছে রাফি-জুবায়ের নেতৃত্বাধীন ষোড়শ কার্যনির্বাহী পরিষদ। বছরজুড়ে নাচ, গান, আবৃত্তি, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম আয়োজন করে সংগঠনটি। বসন্ত উৎসব, লোকসংস্কৃতি অনুষ্ঠান, সবুজায়ন বৃক্ষরোপণ কর্মসূচি, বর্ষাবরণ, শরৎ একদিন ভবঘুরে, রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, খাদ্যসামগ্রী বিতরণ, চিকিৎসাসেবা প্রদান এর মধ্যে উল্লেখযোগ্য।

প্রতি বছর মোহনা তার নতুন কার্যকরী পরিষদ ‘বৈশাখী’ মুখপত্রের মাধ্যমে প্রকাশ করে। গল্প-কবিতার সঙ্গে প্রকাশিত হয় বার্ষিক মুখপত্র বৈশাখী। বিগত বছরের পুরো কার্যক্রমের বিস্তর চিত্রসহ নতুন কার্যকরী পরিষদ ও নবীন-প্রবীণ লেখকের লেখা দিয়ে সাজানো হয় মুখপত্রটি। সব সময় শিক্ষার্থী ও সিলেটের সংস্কৃতিপ্রেমী মানুষের নজর কাড়ে মঞ্চস্থ যেকোনো আয়োজন। বিশেষ করে সিলেটের বুকে বর্ণাঢ্য আয়োজনে করা বর্ণিল সাজে সজ্জিত ‘মোহনা বসন্ত উৎসব’।

২০২১ সালে মোহনা জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২১-এ দেশসেরা ৩১ সংগঠনে জায়গা করে নেয়। যোগ্যতা, দক্ষতা আর নেতৃত্বে নতুনদের গড়ে তুলতে সারা বছর নিরলস সৃজনশীল পরিশ্রমের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। মোহনার সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ রাকিব বলেন, ‘সাংস্কৃতিক সংগঠনকে বলা হয় ক্যাম্পাসের প্রাণ। যেখানে সাংস্কৃতিক সংগঠন যত বেশি সুসংগঠিত সেখানে ক্যাম্পাস ততই বেশি প্রাণবন্ত। আর মোহনা সব সময় ক্যাম্পাস প্রাণবন্ত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’ মোহনার সভাপতি শাহ রাকিবুল হাসান রাফি বলেন, ‘মোহনা তরুণ প্রজন্মের হাজার হাজার শিক্ষার্থীর কাছে প্রায় দেড় যুগ ধরে সুস্থধারার সংস্কৃতি পৌঁছে দেওয়ার কাজ করে চলেছে এমসি কলেজে।’

মোহনার প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ও মুরারিচাঁদ কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, ‘মোহনা মুরারিচাঁদ কলেজের সবচেয়ে পাইওনিয়ার সাংস্কৃতিক সংগঠন। শুরু থেকে এখন পর্যন্ত বাংলা ও বাঙালি সংস্কৃতিচর্চায় ব্যতিক্রম করেনি। শিক্ষার পাশাপাশি দেশজ সংস্কৃতি লালন ও প্রসারে কলেজে এক অনন্য অবস্থান তৈরি করেছে। নববর্ষ আবাহন, বসন্ত উৎসব পালনসহ জাতীয় দিবস পালনে তাদের রয়েছে অগ্রণী ভূমিকা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা