× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিইউএফটিতে জার্মানির নিডেরহেইন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ইন্টার্ন সমাপনী অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মার্চ ২০২৪ ১৬:২৩ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৪ ১৭:০৩ পিএম

বিইউএফটিতে জার্মানির নিডেরহেইন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ইন্টার্ন সমাপনী অনুষ্ঠিত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) জার্মানির নিডেরহেইন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস (এইচএসএনআর)-এর শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কোর্সের সমাপনী সভা গত ৭ মার্চ অনুষ্ঠিত হয়।

বিইউএফটির উপাচার্য অধ্যাপক ড. এসএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের সদস্য ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির ট্রাস্টি বোর্ডের সদস্য মশিউল আজম সজল ও মুহাম্মদ নাসির। বিইউএফটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান স্বাগত বক্তব্য দেন। নিডেরহেইন ইউনিভার্সিটির সাতজন শিক্ষার্থী বাংলাদেশে ইন্টার্নশিপের জন্য বিজিএমইএ ইউনিভার্সিটি মনোনীত টিম গ্রুপে এক মাস ইন্টার্ন করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের ইন্টার্নশিপের অভিজ্ঞতা শেয়ার করাসহ বাংলাদেশের কারখানা পরিদর্শন এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলা, বইমেলা, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কক্সবাজার ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন, চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের পরিচালক, শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিজিএমইএ ইউনিভার্সিটি এবং নিডেরহেইন ইউনিভার্সিটির মধ্যে ২০০০ সাল থেকে শিক্ষাচুক্তি চলমান, যা ৪ অক্টোবর, ২০২৩ সালে তৃতীয়বারের মতো স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় গবেষণা, ছাত্র-শিক্ষক বিনিময় প্রোগ্রাম এবং সহযোগিতামূলক কর্মকাণ্ড পরিচালিত হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা