মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১২:০৭ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২২ পিএম
শিশু আলবার্ট আইনস্টাইন
ছেলেবেলায় আলবার্ট আইনস্টাইনকে নিয়ে তার মা-বাবা ভীষণ দুশ্চিন্তায় ছিলেন। কারণ চার বছর বয়স পর্যন্ত আইনস্টাইন কোনো কথাই বলতেন না। সবাই ভেবেছিলেন এ ছেলে বোধ হয় কথা বলতে পারবে না। একদিন রাতে খাবারের টেবিলে হঠাৎ সবাক হলেন নির্বাক আইনস্টাইন। বলে ওঠেন ‘স্যুপটা খুব গরম!’ শিশু আইনস্টাইনের মুখে কথা ফুটেছে শুনে মা-বাবা যেন আকাশ থেকে পড়লেন। সন্তানকে জিজ্ঞেস করলেন, ‘এত দিন কথা বলোনি কেন?’ আইনস্টাইন শান্তভাবে জবাব দিলেন, ‘এত দিন তো সবকিছু ঠিকঠাকই চলছিল।’ এ বাক্যটিই ছিল আইনস্টাইনের বলা দ্বিতীয় বাক্য।
সূত্র : ব্লগ ডট বুকস্টেলইউহোয়াই ডটকম