× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

ভীষণ কৃপণ এক মিলিয়নিয়ার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪৭ পিএম

স্বভাবে ভীষণ কৃপণ মানুষটির নাম হেইঞ্জ বি

স্বভাবে ভীষণ কৃপণ মানুষটির নাম হেইঞ্জ বি

তিনি মিলিয়ন ডলারের মালিক কিন্তু থাকেন গরিবের বেশে! অশীতিপর জার্মান মানুষটির নাম হেইঞ্জ বি। স্বভাবে ভীষণ কৃপণ মানুষটি ফেলে দেওয়া খাবার কুড়িয়ে খান। সাইকেলে করেন যাতায়াত।

দক্ষিণ-পশ্চিম জার্মানির ডার্মস্ট্যাড শহরের এ বাসিন্দার আছে নিজ নামে ১০টি বাড়ি আর দুটি অ্যাপার্টমেন্ট। ব্যাংক অ্যাকাউন্টে আছে ৫০ হাজার ইউরোর বেশি। বাড়িগুলোর কোনোটি ভাড়ায়, কোনোটি খালি। খালি থাকার কারণ এর রক্ষণাবেক্ষণ আর ট্যাক্সের টাকা ভাড়া থেকেও বেশি আসে!

হেইঞ্জ বি এককালে ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। পেনশন আর ভাড়ার টাকা কদ্দিন অ্যাকাউন্টে জমলে বাড়ি কিনে ফেলেন। এর রক্ষণাবেক্ষণও করেন নিজে। মিস্ত্রি ডাকলেই তো বাড়তি খরচ। বাসে বা ট্রামে না চড়ে চলাচল করেন সাইকেলে। রান্নাবান্নাও করেন না ঘরে। ট্রাশক্যান থেকে কুড়িয়ে খাবার খান। এভাবেই দুই দশক ধরে দিব্যি চলে যাচ্ছে।

হেইঞ্জের ভাষ্যমতে, বেঁচে থাকার জন্য অনেক কিছুর কী প্রয়োজন। পথেঘাটেই তো আছে জীবনধারণের হাজারো উপকরণ। তবে মৃত্যুর পর এ সম্পত্তির কী হবে, এটাই এখন ভাবনা। কারণ পরিবার বলতে কেউ যে নেই তার। চিন্তায় আছেন, কয়েকটি বাড়ি ভাড়াটিয়াদের কাছে বিক্রি করে দেবেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা