× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেলায় আসা নতুন বই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২৬ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩৩ পিএম

মেলায় আসা নতুন  বই

উপন্যাস

বাঘ তাড়ানো বুড়ো : শরীফ খান। প্রচ্ছদ : সাহাদাত হোসেন। প্রকাশ করেছে বারোমাসি প্রকাশনী। দাম ৩০০ টাকা। বল্টুদের দেয়াল ঘড়ি : অলীন বাসার। অলংকরণ : শেহরীন আহমেদ ইরিনা ও ফেরদৌস আরা কাশফিয়া। প্রকাশ করেছে বিশ্বসাহিত্য ভবন। দাম ৩০০ টাকা।


গল্প

একদিনের সিংহাসন : ঝর্না রহমান। প্রচ্ছদ : তুষার মাহবুব। প্রকাশ করেছে ঝুমঝুমি প্রকাশন। দাম ২৪০ টাকা।

কাকছানার বন্ধু মুরগিছানা : হুমায়ূন কবীর ঢালী। অলংকরণ: লুৎফি রুনা।  প্রকাশ করেছে ঝিঙেফুল। দাম ২৫০ টাকা। পাখিদের ঘরবাড়ি : সারওয়ার-উল-ইসলাম। অলংকরণ : দেলোয়ার রিপন। প্রকাশ করেছে বাংলাদেশ শিশু একাডেমি। দাম : ১৩০ টাকা। পাখির গল্প ও বাঘিনীর বিয়ে : সালেক খোকন। আঁকা : নিয়াজ চৌধুরী তুলি। প্রকাশ করেছে শৈশব। দাম ২০০ টাকা। গল্প নয় সত্যগল্প : তাপস রায়। প্রচ্ছদ : লক্ষণ চন্দ্র নাথ। প্রকাশ করেছে অর্জন প্রকাশন। দাম ৩০০ টাকা। ঝগড়াটে জুতো : আহমেদ রিয়াজ। অলংকরণ : এসএম রাকিবুর রহমান। প্রকাশ করেছে আনন্দমেলা। দাম ১৬০ টাকা। চড়াই পাখির বড়াই : হামিদ মেহবুব। প্রচ্ছদ : রজত। প্রকাশ করেছে চন্দ্রবতী একাডেমি। দাম ৫০০ টাকা। জোলা ও নীল আলো : বাবলু ভঞ্জ চৌধুরী। অলংকরণ : নাহিদা নিশা। প্রকাশ করেছে ইত্যাদি। দাম ২০০ টাকা।


স্বপ্নরাজ্যের বন্ধুরা : সারমিন ইসলাম রত্না। অলংকরণ : নিসা মাহজাবীন। ছোটদের সময় দাম ১৫০ টাকা। ছোট্ট টুনি ও তার বন্ধুরা : সৈয়দ মনজুর কবির। অলংকরণ : নিসা মাহজাবীন। প্রকাশ করেছে পঙ্খিরাজ। দাম ১৩৫ টাকা। শেখ রাসেল, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প : ইমরান পরশ। প্রচ্ছদ : উত্তম সেন। প্রকাশক : অনন্যা। দাম ২৫০ টাকা। ইরিতিনের পরীক্ষা : লেখা ও আঁকা শাহাদ সাইফ খন্দকার। প্রকাশ করেছে প্রসিদ্ধ পাবলিশার্স। দাম : ১৬০ টাকা। শিয়াল ও বনমোরগের লড়াই : রশীদ এনাম। প্রচ্ছদ : আবু হাসান। প্রকাশ করেছে আদিগন্ত। দাম ২৫০ টাকা। ঝিলকুমারের যাত্রা : নিয়াজ মাহমুদ। প্রচ্ছদ : ধ্রুব এষ। প্রকাশ করেছে কাকাতুয়া। দাম ১৫০ টাকা। গোয়েন্দাগিরি : সত্যজিৎ বিশ্বাস। প্রচ্ছদ : আনিকা নওয়ার ঈহা। প্রকাশ করেছে বিদ্যানন্দ। দাম ২০০ টাকা। পরিটা খুব ভালো ছিল : রেবেকা ইসলাম। অলংকরণ : আরিফ কবির। প্রকাশ করেছে ছোটদের বই। দাম ১০০ টাকা।


কে আরণ্যের খুনি? : অমর্ত্য রূপাই। প্রচ্ছদ : দীপান্ত রায়হান। প্রকাশ করেছে দশমিক। দাম ২০০ টাকা। একদিন সাগরপাড়ে : ফারজানা তান্নী। অলংকরণ : সুমৌলি দত্ত। প্রকাশনা : ময়ূরপঙ্খি। দাম ১৬০ টাকা। পিক্কিন : কামরুন্নাহার দিপার। প্রচ্ছদ : ধ্রুব এষ। প্রকাশ করেছে কাকাতুয়া। দাম ১৯০ টাকা। সাত বীরশ্রেষ্ঠ : অপু বড়ুয়া। প্রচ্ছদ : আলমগীর জুয়েল। প্রকাশ করেছে পঙ্খিরাজ। দাম ২৫০ টাকা। ইচ্ছেপূরণ : জাফ্রিনা তুশিন। প্রচ্ছদ : আজহার ফরহাদ। কিন্ডার বুকস। দাম ২০০ টাকা। আমার বন্ধু টুইংকি : ওয়ানিয়া কাইউম। অলংকরণ : সাকিনা কাইউম। প্রকাশ করেছে রূপন্তি প্রকাশন। দাম ২৫০ টাকা।


ছড়া

সারাদিন আমি যেন ভালো হয়ে চলি : আখতার হুসেন। অলংকরণ নিয়াজ চৌধুরী তুলি। প্রকাশ করেছে শৈশব। দাম ২০০ টাকা। ছড়ার বাড়ি তেপান্তর : ফারুক নওয়াজ। প্রচ্ছদ করেছেন নাহিদা নিশা। প্রকাশ করেছে পঙ্খিরাজ। দাম ১৩৫ টাকা। আমরা বাসায় নেই : রোমেন রায়হান। প্রচ্ছদ ও অলংকরণ : মামুন হোসাইন। প্রকাশ করেছে বাংলাদেশ শিশু একাডেমি। দাম ৮০ টাকা। ধানের পাতায় ফড়িং নাচে : অদ্বৈত মারুত। প্রচ্ছদ ও বইনকশা : জয়ন্ত সরকার জন। প্রকাশ করেছে ছায়া প্রকাশন। দাম ২০০ টাকা। বঙ্গবন্ধু ও অন্যান্য ছড়া : চয়ন বিকাশ ভদ্র। অলংকরণ : আল নোমান। প্রকাশক : বাবুই। দাম ২০০ টাকা।


মেট্রোরেলে ভূতের ছেলে : জ্যোতির্ময় সেন। প্রচ্ছদ : এন. কে অধিকারী। প্রকাশ করেছে শিশু গ্রন্থকুটির। দাম ২৪০ টাকা। টোটো আর টইটই : আবেদীন জনী। প্রচ্ছদ ও অলংকরণ : লুৎফি রুনা। প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। দাম ৪০০ টাকা।

বড়ো হতে চাও রোজ ফল খাও : অমিত কুমার কুণ্ডু। প্রচ্ছদ ও অলংকরণ : আব্দুল মালিক নোবেল। প্রকাশ করেছে খুশবু প্রকাশন। দাম ২০০ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা