× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানাতে মোনাশ ইনফো ডে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪৩ পিএম

উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানাতে মোনাশ ইনফো ডে

বিশ্বজুড়ে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীরা যেন আরও কার্যকরী উপায়ে শিক্ষাগ্রহণের সুযোগ সম্পর্কে জানতে পারে এ ব্যাপারে তাদের সহায়তার লক্ষ্যে সম্প্রতি মোনাশ ইনফো ডে আয়োজিত হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশে মোনাশ কলেজ অস্ট্রেলিয়ার একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। গতকাল ৫ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান-১ এ অবস্থিত ইউসিবি ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির প্রেসিডেন্ট ও প্রভোস্ট অধ্যাপক হিউ গিল, মোনাশ ইউনিভার্সিটি অ্যাডমিশন ও কমিউনিকেশনের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্টের (আইএসআর) বাংলাদেশে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এস. আজরা করিম এবং মোনাশ ইউনিভার্সিটি, মালয়েশিয়ার মার্কেটিং অ্যান্ড ফিউচার স্টুডেন্টসের ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সিনিয়র এক্সিকিউটিভ ড্যানিয়েল লাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আসা অতিথি, শিক্ষার্থী ও প্রতিনিধিরা। অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় বিজনেস, আইটি ও ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ সম্পর্কিত সেমিনার দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। যেখানে বিশেষ অতিথিরা তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। প্রথমেই সবাইকে অভ্যর্থনা জানান ইউসিবির এলএসই – এনরোলমেন্ট কাউন্সিলর তানহা কাশফিয়া কেইট। এরপর ইউসিবি ও মোনাশের প্রতিনিধিরা সেশন ও প্রেজেন্টেশনের মধ্য দিয়ে নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার মোনাশ প্রতিনিধিদের সাথে শিক্ষার্থীদের যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ হিসেবে অনুষ্ঠিত হয় আয়োজন। 

অনুষ্ঠানে একাডেমিক অ্যাসেসমেন্ট, ওয়ান-অন-ওয়ান অ্যাকাডেমিক কাউন্সিলিং সেশন, ক্যাম্পাস ট্যুর, ক্যারিয়ার নির্দেশনা ও তাৎক্ষণিক অফার লেটার দেওয়ার মতো নানা প্রোগ্রামের মধ্য দিয়ে শিক্ষার্থীরা উপকৃত হন। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথিরা স্কলারশিপ অ্যাসেসমেন্ট সম্পর্কেও বিস্তারিত জানার সুযোগ পান; বিশেষ করে, ইনফো ডে’তে ভর্তির ক্ষেত্রে তারা ৪০ শতাংশ পর্যন্ত বৃত্তিলাভের সুযোগ পান। অনুষ্ঠানটি সকল ‘ও’ এবং ‘এ’ লেভেলের শিক্ষার্থী ও মোনাশ প্রোগ্রামে অধীনে থাকা ইউসিবির বর্তমান শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। 

এ বিষয়ে ইউসিবির প্রেসিডেন্ট ও প্রভোস্ট অধ্যাপক হিউ গিল বলেন, নিজেদের ভবিষ্যৎ গঠনে বিশ্বজুড়ে উচ্চশিক্ষার সম্ভাবনা সম্পর্কে জানতে অনুষ্ঠানে সম্ভাবনাময় তরুণ শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন। এটা সত্যিকার অর্থেই আনন্দদায়ক। ইউসিবি প্রত্যেক শিক্ষার্থীর পূর্ণ সম্ভাবনায় বিশ্বাস করে। বৈশ্বিক পর্যায়ে নিজেদের লক্ষ্য পূরণে আগ্রহী সবাইকে অনুপ্রাণিত করতেই এই মোনাশ ইনফো ডে’র আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থীরা তাদের ও/এএস/এ/এইচএসসি সম্পন্ন করার পরপরই বাংলাদেশে ইউসিবির আন্তর্জাতিক প্রোগ্রামে ভর্তির মাধ্যমে মোনাশ ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অব লন্ডন - এলএসইতে ডিগ্রি অর্জনে যাত্রা শুরু করতে পারবেন। এখানে শিক্ষার্থীদের জন্য একইরকম গ্লোবাল অ্যাকাডেমিক কারিকুলামে শিক্ষাগ্রহণ ও সাশ্রয়ী টিউশন ফি গ্রহণের সুযোগ রয়েছে। তাদের প্রোগ্রাম ও কর্মশালা সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে https://ucbbd.org/ এই ওয়েবসাইটে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা