× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্নাতকে অক্সফোর্ডে স্কলারশিপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৪ পিএম

স্নাতকে অক্সফোর্ডে স্কলারশিপ

ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে অবস্থিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ইংরেজি ভাষাভাষী জগতের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয়। ধারণা করা হয় ১১শ শতাব্দীর শেষ দিকে অথবা ১২শ শতাব্দীর প্রথমে এই বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম হিসেবে সর্বস্বীকৃত।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে পড়ার সুযোগ আছে উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের। এসব দেশের শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ আছে। যুক্তরাজ্যে অবস্থিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বৈশ্বিক র‌্যাংকিং অনুসারে প্রথম সারির বিশ্ববিদ্যালয়সমূহের একটি। এ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আর্থসামাজিক, সাংস্কৃতিক ও ভৌগলিক ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের অধ্যয়নের সুযোগ দেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। শিক্ষার্থীদের এমন বৈচিত্র্য নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন স্কলারশিপ প্রদান করা হয়, যাতে আর্থিক প্রতিবন্ধকতার কারণে উচ্চশিক্ষা বাধাগ্রস্ত না হয়। রিচ অক্সফোর্ড এরকম একটি স্কলারশিপ। সাধারণত কোর্সের মেয়াদ অনুসারে এ স্কলারশিপের মেয়াদ তিন থেকে চার বছর পর্যন্ত হয়ে থাকে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এ বৃত্তির নাম ‘রিচ অক্সফোর্ড স্কলারশিপ-২০২৪’। উন্নয়নশীল দেশের যে যে শিক্ষার্থী অর্থনৈতিক বা উপযুক্ত শিক্ষার সুযোগসুবিধার অভাবে নিজেদের দেশে অধ্যয়ন করতে পারছেন না, তারা এ স্কলারশিপে অগ্রাধিকার পাবেন। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদন অনলাইনে করা যাবে।

সুযোগসুবিধাসমূহ

  •  কোর্সের মেয়াদ অনুযায়ী স্কলারশিপের মেয়াদ তিন-চার বছর।
  •  সম্পূর্ণ কোর্স ফি মওকুফ।
  •  জীবনযাত্রার খরচ বাবদ মাসিক উপবৃত্তি।
  •  প্রতি বছর বিমানে আসা-যাওয়ার জন্য একবার টিকিট।

আবেদনের যোগ্যতা

  •  অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির অফার পেতে হবে।
  •  অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করতে হবে।
  •  প্রার্থীকে পড়াশোনা শেষ করার পর নিজ দেশে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করতে হবে।
  •  যে আবেদনকারী কখনো স্নাতক স্তরে পড়াশোনা করেননি তিনি অগ্রাধিকার পাবেন।

আবেদন প্রক্রিয়া

রিচ অক্সফোর্ড স্কলারশিপে আবেদন ও স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানার জন্য www.ox.ac.uk/ admissions/ undergraduate/fees-and-funding/oxford-support/reach-oxford-scholarship-এ ঢুঁ মারতে হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা