অলীন বাসার
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০৩ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১০ পিএম
গল্পটির জন্য সুন্দর ছবিটি এঁকেছে যারীন নাযাহ্ অথৈ।সে রাজশাহী প্রমথ নাথ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী
এক দেশে ছিল এক ঋষি। একদিন সেই ঋষি গাছের নিচে বসে ধ্যান করছিল। গাছের ডালে একটি বানর বসে ছিল। হঠাৎ বানরটি ঋষির ধ্যান ভেঙে দিল। তখন ঋষি বানরকে নামিয়ে পাখি বানিয়ে দিল। পাখি হওয়ার পর বানরের মন খারাপ হয়ে গেল। সে আবার ঋষির ধ্যানে বিঘ্ন ঘটাল। এতে রেগে গিয়ে ঋষি সঙ্গে সঙ্গে আবার মন্ত্র দিলÑ ‘ঋষির মন্ত্রে পাখি/এবার হবে মাছি’। এবার বানর মাছি হয়ে গেল। মাছি হয়ে সে অন্য এক দেশে চলে গেল। ঋষিও কিছুদিন পর সে দেশে গেল। ঋষির সে দেশে আসার খবর শুনে তো বানরের মন খারাপ। সে ভয় পেয়ে গেল। বানর উড়ে উড়ে ঘুরে বেড়ায় আর গান গাইতে থাকে, ‘ঋষির মন্ত্রে পাখি/এবার হবে মাছি/ঋষি এলো গ্রামে/অশান্তি হলো মাছির প্রাণে’।
দশম শ্রেণি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা