ফারুক নওয়াজ
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪ ১৩:৩৯ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪ ১৪:০১ পিএম
অলংকরণ: জয়ন্ত সরকার
কেউ না বুঝুক আমায় তাতে কীইবা আসে যায়
আমার কথা ছড়াক দূরের মেঘের সীমানায়
আমায় বুঝুক কলমিলতার নীলচে উদাস ফুল
বুঝুক উতল তরঙ্গিণীর ঢেউছোঁয়া দুই কূল
কাশের ফুলের
ঘাসের ফড়িং
রাখুক আমার খোঁজ-
কাউয়াঠুঁটির
নীল টিয়ারা
ডাকুক আমায় রোজ।...
খঞ্জনাদের সঙ্গে আমার কী মায়াবন্ধনÑ
যেমন শীতের লেটুসপাতায় রোদের আলিম্পন
যেমন সকাল রঙনতলায় ছড়িয়ে রাখে সুখ
তেমন আমার সঙ্গ পেতে পাখিরা উন্মুখ।...
মাঠের বিকেল হাতছানি দেয় বসতে খানিকক্ষণ
বইথাপারের ঝুলনসেতু বাড়িয়ে রাখে মন।
সাঁঝের শেষে ধূসরপথে হাঁটতে পেলে ভয়
নীলজুনিরা পিদিম জ্বেলে দূর করে সংশয়
বাজায় ঝাঁঝর দুধচাঁচিয়ার ঝিঁঝির বাদকদল
চলার বাধা সরিয়ে তারা পথ করে নির্মল...
কেউ না বুঝুক আমার ভাষা, কথার অভিধান
কী আসে যায়Ñ আমায় টানে বনধনিয়ার ঘ্রাণ
আমায় টানে যাউঠা বিলের সোনালি রোদ্দুর
আমায় টানে লালটুনিয়ার চঞ্চুকাঁপা সুর
ঝাঞ্ঝিঝোপে
চুপকে থাকা
কাচপোকাদের ঝাঁকÑ
ওদের ভেবে
দিনযাপনে
আমার বেলা যাক।