মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪ ১২:২৫ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪ ১২:৫৮ পিএম
স্যার আশুতোষ মুখোপাধ্যায়
স্যার আশুতোষ মুখোপাধ্যায় একদিন গোসল করতে যাবেন, এমন সময় অধ্যাপক গৌরীশঙ্কর দে গণিতের প্রশ্নপত্র দেখাতে আসেন। আশুতোষ প্রশ্নপত্রের খসড়াটায় একবার চোখ বুলিয়ে জিজ্ঞেস করলেন, ‘আপনি কি খেয়ে এসেছেন?’ গৌরীশঙ্কর বললেন, ‘হ্যাঁ।’ আশুতোষ আবার জানতে চাইলেন, ‘দুয়েক ঘণ্টা এখানে থাকতে পারবেন?’ গৌরীশঙ্কর উত্তর দিলেন, ‘অনায়াসে।’ আশুতোষ বললেন, ‘বেশ, আমি স্নান সেরে আসি, ততক্ষণে আপনি এ প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলুন।’ তিনি কাজের লোককে কালি-কলম আনতে বলে গোসলে চলে গেলেন। তার কথা শুনে গৌরীশঙ্কর বিস্মিত হলেও আশুতোষ মুখোপাধ্যায়ের নির্দেশমতো ঘড়ি ধরে প্রশ্নগুলোর উত্তর লেখা শুরু করেন। ঠিক আড়াই ঘণ্টা পর আশুতোষ অধ্যাপকের কাছে এসে দেখেন, তখনও সব প্রশ্নের উত্তর লেখা হয়নি। দুয়েকটি প্রশ্ন বাকি আছে। আশুতোষ গৌরীশঙ্করকে বললেন, ‘আপনার তৈরি প্রশ্নের উত্তর লিখতে আপনারই এত সময় লাগছে, তাহলে ছাত্ররা কত সময় নেবে? ওরা তো আড়াই ঘণ্টার বেশি সময় পায় না। কাজেই যারা খুব মেধাবী তাদের মতো করে প্রশ্ন তৈরি করবেন না। মাঝামাঝিদের কথা ভেবে প্রশ্ন তৈরি করে নিয়ে আসুন।’
সূত্র : বাংলার বাঘ স্যার আশুতোষ, অমরেন্দ্র কুমার ঘোষ