× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশিদের জন্য ফুল-ফ্রি স্কলারশিপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩ ১৩:৩২ পিএম

বাংলাদেশিদের জন্য ফুল-ফ্রি স্কলারশিপ

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা বৃত্তি আছে। এর অন্যতম একটি অ্যাওয়ার্ডস স্কলারশিপ।

অস্ট্রেলিয়ার বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগে এ বৃত্তিতে মাস্টার ডিগ্রি প্রোগ্রামের জন্য আবেদন করা যায়। এ বৃত্তি পেলে স্বাস্থ্য, ডেভেলপমেন্ট, পরিবেশ, সাসটেইনেবিলিটি, ট্রেড, পাবলিক পলিসি, অর্থনীতি, গভর্ন্যান্স, ইনফ্রাস্ট্রাকচার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ব্লু ইকোনমিসহ বিভিন্ন বিষয়ে পড়া যাবে। অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের আবেদন সাধারণত প্রতি বছর ১ ফেব্রুয়ারি শুরু হয়। আবেদনের সুযোগ থাকে ১ মে পর্যন্ত।

সুযোগসুবিধা

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ সম্পূর্ণ বিনা বেতনে পড়ার একটি বৃত্তি। সঙ্গে বই ও পড়াশোনার আনুষঙ্গিক জিনিসের খরচ মেলে। আর বিমানে ইকোনমি ক্লাসে রিটার্ন টিকিটও পাবেন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে পড়ুয়া শিক্ষার্থীরা। বসবাসের খরচ ও স্বাস্থ্যবীমার সুবিধাও পাবেন শিক্ষার্থীরা। আবার কোর্সভেদে ফিল্ডওয়ার্কের সুযোগসুবিধাও আছে।

আবেদনের যোগ্যতা

১৮ বছরের ঊর্ধ্বে বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারেন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের জন্য। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন না। অস্ট্রেলিয়ার নাগরিকের সঙ্গে বাগদান বা বিবাহিত হলে আবেদন করা যাবে না। কোনো সামরিক সেবার সঙ্গে যুক্ত থাকা যাবে না। আইএলটিএস স্কোর কমপক্ষে ৬.৫ হতে হবে এবং প্রতিটি ব্যান্ড স্কোর ৬-এর নিচে হওয়া যাবে না। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের নাগরিক এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

পদ্ধতি : আবেদনের বিস্তারিত জানা যাবে www.australiaawards-bangladesh.org ওয়েবসাইটে।‌


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা