মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ১২:৫৭ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৩:০৭ পিএম
মার্ক টোয়েনের সঙ্গে অভিনেতা হেনরি আরভিংয়ের খুব ভালো বন্ধুত্ব ছিল। একবার হেনরি তাকে একটি মজার গল্প বলা শুরু করেন। মার্ক টোয়েন তেমন কোনো অভিব্যক্তি প্রকাশ করছেন না দেখে গল্পের মাঝখানে থেমে হেনরি বললেন, ‘মার্ক, গল্পটা তুমি আগে শোনোনি তো? শুনলে বল। তাহলে সময় নষ্ট করব না।’
টোয়েন বললেন, ‘না, শুনিনি। তুমি বল।’
হেনরি আবার বলতে লাগলেন। বলতে বলতে আবার থামলেন। ভ্রু কুঁচকে তাকালেন টোয়েনের দিকে। বললেন, ‘সত্যি বল, তুমি গল্পটা শুনেছ?’
টোয়েন এবারও ‘না’ বলেন। গল্পের শেষ পর্যায়ে গিয়ে আবারও থেমে গেলেন হেনরি। ‘উফ! এত মজার একটা গল্পের ব্যাপারে তোমার কোনো আগ্রহই দেখছি না। সত্যি করে বলো তো, গল্পটা তুমি শুনেছ?’
মার্ক টোয়েন তখন বললেন, ‘ দেখ, সৌজন্যের খাতিরে আমি একবার কিংবা দুবার মিথ্যা বলতে পারি। তাই বলে তিনবার পারি না। গল্পটা আমি শুনেছি। শুধু তা-ই নয়, গল্পটা আমারই লেখা!’
সূত্র : অ্যানেকডৌট্যগ ডটকম