মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৪:১২ পিএম
ছাত্রজীবনে রজনীকান্ত সেন অরুণ নামের এক ছাত্রকে পড়াতেন। সেই ছাত্র একদিন পড়তে বসে রজনীকান্তকে বললেন, ‘যদি অনুমতি দেন, তবে আপনার সাক্ষাতেই তামাকটা খাই। ওটা খেতে বারবার বাইরে যেতে হয়, পড়ার ব্যাঘাত হয়।’ এমন আবদার শুনে রজনীকান্তর মনে পড়ল অরুণের মামার পরীক্ষার হলের ঘটনা- যে মামা এফএ পরীক্ষায় অঙ্ক খাতায় রেখাচিত্র আঁকতে না পেরে, টুপি পরা মানুষের ছবি এবং তার দুই হাতে দুটি ফুটবল এঁকে বসেছিলেন। গার্ড দেখে বলেন, ‘খাতায় না লিখে, ছবি আঁকছ কেন?’ অরুণের মামা তখন বলেন, ‘লিখতে পারলে কী আর ছবি আঁকি?’ পরীক্ষার্থীর কথা শুনে গার্ড বললেন, ‘তবে খাতা দিয়ে উঠে যাও।’ অরুণের মামা উত্তর দেন, ‘এত শিগগির যেতেও লজ্জা করে।’ গার্ড তখন তাকে পাশের বারান্দায় গিয়ে বসতে বলেন। অরুণের মামা তখন গার্ডকে বলেছিলেন, ‘তা যাওয়া যায়, যদি এক ছিলিম তামাক পেতাম।’ অরুণ তো সেই মামারই ভাগ্নে। তাই রজনীকান্ত সেন তার ছাত্রের কথায় সেদিন তেমন কিছু মনে করেন নাই।
সূত্র : কান্তকবি রজনী, নলিনীরঞ্জন পণ্ডিত