× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কম্বল কমফোর্টারের খোঁজে

তামারা নূর

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ১৫:৩৮ পিএম

কম্বল কমফোর্টারের খোঁজে

হিমেল হাওয়ায় শীতের আমেজটা প্রতিদিনই বাড়ছে একটু একটু করে। হাড়কাঁপানো শীত না এলেও এখনই নিতে হবে প্রস্তুতি।

শীত আসছে, তাই খোঁজখবর শুরু হয়েছে লেপ-কম্বলের। গত কয়েক বছরে নতুন করে কাতারে যোগ হয়েছে কমফোর্টার। জেনে নিন কোথায় মিলবে লেপ-কম্বল কিংবা কমফোর্টার-

কম্বল : শীতে কম্বলে মেলে উষ্ণতা আরাম। অল্প শীত তো বটেই প্রচণ্ড শীতেও উষ্ণতার জন্য আশ্রয় নিতে হবে কম্বলের। রঙের বৈচিত্র্য দেখা মেলে কম্বলে। ফুল, লতাপাতা, কার্টুনসহ বিভিন্ন নকশার কম্বল পাওয়া যায় এখন। নীলক্ষেত গুলিস্তানের বিভিন্ন দোকান ঘুরে জানা যায়, বাজারে দেশি-বিদেশি নানা রঙ আকারের কম্বল পাওয়া যায়। শিশুদের জন্য ছোট সাইজের কম্বলের পাশাপাশি বিশাল সাইজের ফ্যামিলি কম্বলের দেখাও মিলবে মার্কেটগুলোয়। ছোট কম্বলের দাম পড়বে ৪০০ থেকে ৭০০ টাকা। বড় সাইজের কম্বল কিনতে চাইলে হাজার ২০০ থেকে হাজার টাকার মধ্যে পড়বে দাম। বিদেশি কম্বল কিনতে দিতে হবে বেশি মূল্য। নিউমার্কেটে দেখা গেল চমৎকার সব কম্বলের পসরা। একরঙা কম্বলের চেয়ে ডিজাইন করা কম্বলের চাহিদাই বেশি বলে জানান বিক্রেতারা। মিরপুর, বায়তুল মোকাররম, মালিবাগ, বঙ্গবাজারসহ সব মার্কেটেই পেয়ে যাবেন দেশি-বিদেশি নানা ধরনের আরামদায়ক কম্বল।

কমফোর্টার : শীতে উষ্ণতা পেতে এখন অনেকেই ব্যবহার করছেন কমফোর্টার। সুবিধা হলো, এটি খুব হালকা আর ওম হয় অনেক। রুচিশীল মানসম্মত নকশার দেখা মেলে এতে। রঙের বৈচিত্র্য তো আছেই। কমফোর্টারের সুবিধা হলো এর সঙ্গে থাকে একই নকশার কভার। ফলে দেখতে সুন্দর লাগে আবার ধুলাবালি থেকে সুরক্ষিত থাকে। কমফোর্টার পেয়ে যাবেন যেকোনো সুপার শপ লেপ-কম্বলের দোকানে। দামও হাতের নাগালে। হাজার থেকে শুরু করে নকশা আর গুণগতমানের ওপর ভিত্তি করে হাজারের মধ্যে পাওয়া যায় কমফোর্টার।

লেপ : তুলনামূলক ভারী আর উষ্ণতা পেতে একটু সময় লাগলেও লেপের রয়েছে আলাদা কদর। লেপ তৈরিতে কার্পাস তুলাই বেশি ব্যবহার হয়। আবার আছে কয়েক ধরন- কম্বার, এসকম্বার, থ্রেড কম্বার, রকটন পলি তুলা। রকমভেদে প্রতি কেজি কার্পাস তুলার দাম ২০০ থেকে ৫০০ টাকা। লেপ সাধারণত তিন ধরনের হয়- সিঙ্গেল, সেমি ডবল ডবল। প্রতিটি সিঙ্গেল লেপ ৯০০ থেকে হাজার ৮০০, সেমি ডবল হাজার ১০০ থেকে হাজার এবং ডবল আকারের লেপ বানাতে হাজার ৪০০ থেকে হাজার টাকা পর্যন্ত খরচ পড়ে। পুরোনো লেপ নতুন করে বানাতে প্রায় অর্ধেক খরচ হয়। লেপের কভারের দাম ৩০০ থেকে ৫০০ টাকা। কিনতে পারবেন গুলিস্তান, আজিমপুর, নীলক্ষেত, গ্রিন রোড, মৌচাক, কারওয়ান বাজার, মিরপুর, খিলক্ষেত উত্তরার যেকোনো মার্কেট থেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা