মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ১২:২১ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ১৩:৫০ পিএম
সাংবাদিক ও সাহিত্যিক গৌরকিশোর ঘোষ এবং রিজিয়া রহমান
সত্তর দশকের মাঝামাঝি। বাংলা একাডেমির এক অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গের কয়েকজন সাহিত্যিক ও সাংবাদিক ঢাকা আসেন। তাদের সম্মানে এক রেস্টুরেন্টে চা-চক্রের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজিয়া রহমানও। তার ঠিক পাশের আসনেই বসেন কলকাতা থেকে প্রকাশিত ‘ দৈনিক সত্যযুগ’-এর সিনিয়র সাংবাদিক ও সাহিত্যিক গৌরকিশোর ঘোষ। পরিচয় পাওয়ার পর রিজিয়া রহমান তার শৈশবের সত্যযুগ পত্রিকার ছোটদের পাতার স্মৃতিচারণ শুরু করেন। সে সময় সত্যযুগের ছোটদের পাতায় তার প্রথম লেখা প্রকাশ হওয়া, বিভাগীয় সম্পাদক দাদুর কথা ইত্যাদি। এরই একপর্যায়ে তিনি গৌরকিশোরকে জিজ্ঞেস করলেন- ‘দাদু’ নামে পরিচিত বিভাগীয় সম্পাদকের প্রকৃত নাম কী? তিনি এখন কোথায়? গৌরকিশোর ঘোষ তার চশমার ভেতর থেকে কৌতুক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকেন রিজিয়া রহমানের দিকে। তারপর খুব গম্ভীর কণ্ঠে বললেন- ‘তিনি এখন তোমার পাশেই বসে আছেন।’ এরপর হাসতে হাসতে বলেন, ‘আমিই তোমার সেই ছোটবেলার দাদু্।’
সূত্র : প্রাচীন নগরীতে যাত্রা, রিজিয়া রহমান