গল্প নয় সত্যি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১২:৩৪ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ১২:৫১ পিএম
মার্ক টোয়েন এক পত্রিকায় ছয় মাস কাজ করার পর সম্পাদক তাকে ডেকে পাঠালেন। টোয়েন সম্পাদকের ঘরে ঢুকতেই তিনি বললেন, ‘আপনার কাজে আমরা সন্তুষ্ট নই। তাই আপনাকে বরখাস্ত করা হচ্ছে।’ টোয়েন অসন্তুষ্টির কারণ জানতে চাইলে সম্পাদক বললেন, ‘আপনি ভয়ানক অলস এবং কোনো কাজের নন।’ টোয়েন বললেন, ‘এখানে চাকরিতে ঢোকার দিন থেকেই তো জানি আমি অত্যন্ত অলস এবং কোনো কাজের নই। অথচ এ সহজ সত্যটি বুঝতে আপনার ছয় মাস লেগে গেল!’
সূত্র : বিশ্বের শ্রেষ্ঠ দশ রসস্রষ্টা, মাসুদ মাহমুদ