আইন-আদালত
দিলরুবা শরমিন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩ ১১:০৭ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩ ১৫:৪৭ পিএম
পাঠকদের আইনগত সমস্যার সমাধানে এই বিভাগ। নির্বাচিত প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকারকর্মী দিলরুবা শরমিন...
প্রশ্ন : আমার বিয়ে হয় পারিবারিকভাবে। দুই সন্তানও আছে আমার। দ্বিতীয় সন্তান জন্মগ্রহণের পর শুরু স্বামীর নির্যাতন। ফলে বিচ্ছেদের সিদ্ধান্ত নিই। এখন সন্তানদের নিয়ে আলাদা বাস করি। আমার প্রাক্তন স্বামী কোনো দিন তার দায়িত্ব পালন করেনি। এখনও করে না। আগামীতে করবে বলে মনেও হয় না। অথচ বাচ্চাদের লেখাপড়া, চিকিৎসা, বিনোদনের জন্য তাদের নিয়ে বাইরে যেতে হয়। আগে এ বিষয়টা নিয়ে সন্তানদের বাবা কোনো আপত্তি করত না। ইদানীং সে ঝামেলা শুরু করেছে। সব বিষয়ে বাধা দেয়। অথচ মানুষটি বিয়ে করে স্ত্রী আর দুই সন্তান নিয়ে আরাম-আয়েশে, সুখে-শান্তিতে আছে। তার পরও আমার ও বাচ্চাদের জীবনে প্রবেশ করে উৎপাত শুরু করেছে। এ সমস্যা থেকে কীভাবে মুক্তি পাব?
Ñনাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা থেকে
উত্তর : আপনি বাচ্চাদের শরীরের গার্জিয়ানশিপ নিয়ে মামলা করুন। মামলায় আপনার সক্ষমতা তুলে ধরুন। কাস্টডি আপনার কাছেই তো আছে, তাই সেটা তুলে ধরে মামলায় অযথা ঝামেলা বাড়ানোর দরকার নেই।
মামলা করার আগে এ বিষয়ে সন্তানদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে নিন। আপনার সন্তানরা কেন আপনার সঙ্গে থাকবে, কেন আপনি তাদের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেবেন সেগুলো তাদের জানান।
এসবই নিজেরা স্বচ্ছ ধারণা এবং আলোচনা করে মামলা করুন। আশা করি সিদ্ধান্ত আপনার পক্ষেই আসবে।