× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাঙ্গেরিতে বৃত্তির সুযোগ

মামুনুর রহমান

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩ ০৯:৪৫ এএম

হাঙ্গেরিতে বৃত্তির সুযোগ

হাঙ্গেরি সরকার ‘স্টাইপেনডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৪-২৫’ কর্মসূচির আওতায় আবেদন আহ্বান করেছে। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরালে হাঙ্গেরিতে পড়ার সুযোগ পাবেন।

এসব বৃত্তির জন্য ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৫৭ হাজার জন আবেদন করেছিলেন। এর মধ্যে সারা বিশ্বের ৪ হাজার ৫০০ শিক্ষার্থী স্কলারশিপ পেয়েছিলেন। এবার এ বৃত্তির জন্য আবেদন করা যাবে ২০২৪ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত।

স্টাইপেনডিয়াম হাঙ্গেরিকামের ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করে আবেদন করা যাবে। প্রতি বছর বাংলাদেশ থেকে শতাধিক শিক্ষার্থী যোগ্যতাপূরণ সাপেক্ষে এ স্কলারশিপ পাবেন।

হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে স্টাইপেনডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ দিয়ে আসছে। ২০১৯ সালে বাংলাদেশে চালু হয় এ স্কলারশিপ। এর অধীন টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি পাওয়া যাবে স্বাস্থ্যবীমাও। তবে আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, ডক্টরাল এ তিনটির যেকোনো একটিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থী। দেশটির ৩০টি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যাবে এ বৃত্তির আওতায়।

স্নাতক, স্নাতকোত্তর প্রোগ্রামে যেসব সুবিধা পাওয়া যাবে

  • পড়াশোনার জন্য টিউশন ফি ফ্রি।
  • পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত জীবনযাত্রার ব্যয় নির্বাহে মাসিক ফি।
  • ডরমিটরিতে বিনামূল্যে আবাসনসুবিধা।
  • স্বাস্থ্যবীমা সুবিধা।

ডক্টরাল প্রোগ্রামে যেসব সুবিধা পাওয়া যাবে

  • পড়াশোনার জন্য টিউশন ফি ফ্রি।
  • পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত জীবনযাত্রার ব্যয় নির্বাহে চার সেমিস্টারে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ।
  • ডরমিটরিতে বিনামূল্যে আবাসনসুবিধা।
  • স্বাস্থ্যবীমা সুবিধা।

প্রয়োজনীয় তথ্য

স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরালের জন্য হোস্ট ইউনিভার্সিটির সুপারভাইজারের স্টেটমেন্ট অব অ্যাকসেপট্যান্স আবেদনের সঙ্গে অ্যাটাচ করতে হবে। আবেদন সাবমিট করার আগে opportunitiescorners.com/ stipendium-hungaricum-scholarship-2024/ এ ওয়েবসাইট ভিজিট করতে হবে। আবেদনকারীর বয়স চলতি বছরের ৩১ আগস্টে ১৮ হতে হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা